৩৯- বছর পর নতুন রূপে ফিরছে ‘বাঞ্ছারামের বাগান’

< 1 - মিনিট |

ছবিতে দেখা যাবে বুদ্ধদেব ভট্টাচার্য, সুদীপ্তা চক্রবর্তী, রুবেল, শতাব্দী মিত্র, বর্ণা ব্যানার্জি, অম্লান মজুমদার, শান্তনু ঘোষ, অনিন্দ্য, অর্ণব, সুনীল ব্যানার্জি ও দুই শিশু শিল্পী ঋদ্ধি দাসগুপ্ত, রূপম মণ্ডল

কে আর সি টাইমস ডেস্ক

১৯৮০ সালে তপন সিনহার পরিচালনায় ‘বাঞ্ছারামের বাগান’ ছবিটি দেখেননি এরকম বাঙালি খুঁজে পাওয়া দায়| তবে, এবার  তপন সিনহার পরিচালনার ‘বাঞ্ছারামের বাগান’ নয় এবার আসতে চলেছে রাজদীপ ঘোষের পরিচালনায় নতুন ছবি ‘বাঞ্ছারামের বাগান’|

পরিচালক রাজদীপের ছবির গল্পও বাঞ্ছারামকে কেন্দ্র করেই ।ছবির গল্প অনুযায়ী, সাত বছর আগে এক দুর্ঘটনায় হারিয়েছেন স্ত্রী ও ছোটো মেয়েকে । এখন তাঁর একার জীবন । সারাদিন বাড়িতে থাকেন আর বাড়ির সামনের বাগান দেখাশোনা করেন । আচমকা কাছের মানুষদের হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত । অনেক সময়ই নিজেকে মানসিকভাবে ঠিক রাখতে পারেন না । সেই সুযোগ নেয় তাঁর বাকি দুই মেয়ে । নানারকম ষড়যন্ত্র করে । ভূতের ভয় দেখিয়ে বাঞ্ছারামকে অসুস্থ করে তুলতে চায় তাঁরা । দু’জনই ওই বাগানের মালিক হতে চায় ।হঠাৎ একদিন ছোট মেয়ে বাঞ্ছারামের কাছে এসে উপস্থিত হয় । কিন্তু দুর্ঘটনার ফলে স্মৃতি হারিয়ে ফেলেছে । কাউকেই ঠিকভাবে চিনতে পারে না। আচমকা ছোটো বোনকে সামনে দেখে বাঞ্ছারামের অন্য দুই মেয়ে আতঙ্কিত হয়ে পড়ে । ছোটো মেয়েকে পেয়ে বাঞ্ছারাম বাগানটি তার নামে লিখে দেবে বলে আশঙ্কা করে তারা । ভূতের ভয় দেখিয়ে বাঞ্ছারামকে মারার চেষ্টা করে তারা । কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয় । ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা ।তবে,কি সেই ঘটনা তা জানতে হলে দেখতে হবে ‘বাঞ্ছারামের বাগান’| 

ছবিতে দেখা যাবে বুদ্ধদেব ভট্টাচার্য, সুদীপ্তা চক্রবর্তী, রুবেল, শতাব্দী মিত্র, বর্ণা ব্যানার্জি, অম্লান মজুমদার, শান্তনু ঘোষ, অনিন্দ্য, অর্ণব, সুনীল ব্যানার্জি ও দুই শিশু শিল্পী ঋদ্ধি দাসগুপ্ত, রূপম মণ্ডল |ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *