৫৫ বছর পর পাক সফরে যাচ্ছে ভারতীয় টেনিস দল

2 - মিনিট |

১২ বছর পর ডেভিস কাপে মুখোমুখি দুই চির-শত্রু

কে আর সি টাইমস ডেস্ক

১২ বছর পর ডেভিস কাপে আয়োজকের ভূমিকায় পাকিস্তান। আর সেই সূত্রে পুলওয়ামা হামলার পর প্রথমবার পাকিস্তানের মাটিতে পা রাখছে কোনও ভারতীয় ক্রীড়া দল। পাশপাশি ৫৫ বছর পর প্রথমবার পাকিস্তানের মাটিতে ডেভিস কাপ টাই খেলবে ভারত৷

প্রতিবেশী দুই দেশের সম্পর্ক প্রভাব ফেলেছিল ক্রীড়াক্ষেত্রেও। যার ফলে ভারতীয় ক্রীড়াবিদদের পাকিস্তানের মাটিতে পারফর্ম করার সবুজ সংকেত কোনও ভাবেই মিলছিল না দেশের ক্রীড়ামন্ত্রকের কাছ থেকে। অবশেষে পাকিস্তানের মাটিতে পারফর্ম করার ছাড়পত্র মিলল টেনিসের হাত দিয়ে। ক্রীড়ামন্ত্রকের ছাড়পত্র পাওয়ার পরই শনিবার অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে যে, সেপ্টেম্বরে ভারতীয় ডেভিস কাপ দল পাকিস্তানে যাচ্ছে। বিশাল কোনও অঘটন না ঘটলে ইসলামাবাদে পাকিস্তান স্পোর্টস কমপ্লেক্সে এশিয়া ও ওসিয়েনিয়া গ্রুপ-ওয়ানের টাইয়ে ভারত ও পাকিস্তানে্র মুখোমুখি হওয়াটা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা৷

১২ বছর আগে ডেভিস কাপের আয়োজন করেছিল পাকিস্তান। তারপর নিরাপত্তার জন্য পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা জারি করে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। বছর দুই আগেই সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এবছরের ডেভিস কাপ আয়োজনের জন্যও গ্রিন সিগন্যাল পেয়েছে পাকিস্তান। তারপরই, অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানোর ব্যপারে উদ্যোগী হয়ে ক্রীড়া মন্ত্রকে এ বিষয়ে আবেদন জানায়। এর আগে ক্রিকেট বা অন্যান্য ক্রীড়ার ক্ষেত্রে দেশের ক্রীড়ামন্ত্রক সম্মতি না জানালেও এবার সবুজ সংকেত দিতে দেরি করেনি।

এআইটিএ সচিব হিরণ্ময় চট্টোপাধ্যায় ক্রীড়ামন্ত্রকের ছাড়পত্র পাওয়ার পর সংবাদ মাধ্যমকে জানান, ‘ডেভিস কাপ টাই খেলতে আমরা পাকিস্তানে যাব৷ এটা দ্বি-পাক্ষিক সিরিজ নয়, এটা আসলে টেনিসের বিশ্বকাপ৷ সুতরাং এর সঙ্গে আমরা সমঝোতা করতে পারব না৷’ এআইটিএ সচিব পাশাপাশি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা ও ভেনু খতিয়ে দেখার জন্য চলতি মাসের ২২ তারিখ ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠিয়েছিল আইটিএফ৷ আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের ছাড়পত্র পাওয়ার পরই পাকিস্তান টেনিস ফেডারেশনকে সব কিছু ডিটেলস পাঠানো হবে৷ পিটিএফ-এর তরফে আমন্ত্রণ পত্র আসার পরই খেলোয়াড়দের ভিসার জন্য আবেদন করবে এআইটিএ৷ ভিসা সংক্রান্ত বিষয়টি মিটতে সময় লাগবে প্রায় চার থেকে পাঁচ সপ্তাহ৷’

উল্লখ্য, প্রতিবেশী এই দু’টি দেশ শেষবার ডেভিস কাপে মুখোমুখি হয়েছিল ২০০৬ সালে৷ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সেবার পাকিস্তানকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি সমৃদ্ধ ভারতীয় দল৷ ডেভিস কাপ টাই-এ এখনও পর্যন্ত এই দু’দলের ছ’বারের সাক্ষাতে পাকিস্তানের কাছে হারেনি ভারত৷ এবারও ধারে ও ভারে এগিয়ে থেকেই পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত৷ ডেভিস কাপ ভারতের অক্রীড়া অধিনাযক মহেশ ভূপতি ও কোচ জিশান আলি সম্ভবত প্রজনেশ গুনেশ্বরণ (এটিপি ব়্যাংকিং ৮৮), রামকুমার রামানাথন (এটিপি ব়্যাংকিং ১৮৫) এবং সুমিত নাগাল (এটিপি ব়্যাংকিং ২০৭)৷ আর ডাবলসে সম্ভবত জুটি বাঁধবেন রোহন বোপান্না ও দ্বিবিজ শরণ৷ পাকিস্তানের বিরুদ্ধে জিতলে ওয়ার্ল্ড গ্রুপে খেলার ছাড়পত্র পাবে ভারত৷

ডেভিস কাপ খেলতে তাঁর একদা সতীর্থরা পাকিস্তানে যাচ্ছেন, এই খবরে রীতিমতো উল্লসিত দেশের প্রাক্তন সেরা সিঙ্গলস তারকা সোমদেব দেববর্মন। ত্রিপুরার এই প্রাক্তন তারকা বলছেন, ‘এটা একটা সুবর্ণ সুযোগ দেশের তরুণ টেনিস তারকাদের জন্য। পাকিস্তানে গিয়ে চিরশত্রুদের বিরুদ্ধে খেলার সুযোগ ওরা পাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের উচিত সেই সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা যাদের সঙ্গে আমাদের সম্পর্ক কোনও দিনই ভালো নয়। এটা একটা শান্তির বার্তা। আমাদের উচিত শান্তির পরিবেশে পারস্পরিক শ্রদ্ধা সহকারে টেনিস খেলা।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news