বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব প্রধানমন্ত্রী
ডিসকভারি চ্যানেলের বিখ্যাত সিরিজ ম্যান ভার্সেস ওয়াইল্ড। আর এই সিরিজে দেখা যাবে প্রধানমন্ত্রী মোদিকে।সঙ্গী দুঃসাহসী এবং দুর্ধর্ষ ব্রিটিশ অভিযাত্রী বেয়ার গ্রিলস।সঞ্চালক গ্রিলসের সঙ্গে এবার উত্তরাখণ্ডের গভীর জঙ্গলের আলোছায়া পথে হাঁটতে হাঁটতে প্রধানমন্ত্রী বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করতে দেখা যাবে বেয়ারকে।দেখা যাবে উত্তরাখণ্ডের অভয়ারণ্যের খরস্রোতা নদীর বুকে ভেলায় ভেসে চলেছেন নরেন্দ্র মোদি।
আগামী ১২
অগস্ট ম্যান ভার্সেস ওয়াইল্ড এপিসোড শুরু হতে চলেছে।তবে এই প্রোমো সামনে আসতে
শুরু হয়েছে নয়া বিতর্ক।
গত পাঁচ বছরে উন্নয়নমূলক কাজে প্রায় ১ কোটি ১০ লক্ষ গাছ কাটা হয়েছে।
মোদির গর্বের মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেনের লাইন বসাতেও কাটা হয়েছে ৫৪ হাজার
ম্যানগ্রোভ।১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামার জঙ্গিহানায় ৪০ জন আধাসেনা নিহত
হওয়ার সময়েও এই তথ্যচিত্রের শুটিংয়েই ব্যস্ত ছিলেন মোদি!
বিতর্ক সরিয়ে ‘ডিসকভারি’ চ্যানেলের তরফে জানানো হয়েছে, করবেট অভয়ারণ্যে শুটিং হওয়া এই বিশেষ পর্বটিতে পরিবেশ রক্ষা নিয়ে মানুষের সচেতন হওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। আর সেখানেই মোদি বলেছেন, বছরের পর বছর আমি প্রকৃতির কোলে বাস করেছি। পাহাড়-জঙ্গলের সংস্পর্শে এসেছি। সেই সব দিনগুলোর গভীর প্রভাব রয়েছে আমার জীবনে। ফলে রাজনীতির বাইরে এমন একটা বিষয়ে অংশ নেওয়ার সুযোগ যখন এল, ছাড়িনি।
১২ অগস্ট রাত ন’টায় সম্প্রচারিত হবে এই পর্বটি। বেয়ার গ্রিলস নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন, ১৮০টি দেশের মানুষ মোদির এই অজানা দিকটি জানতে পারবেন। বন্যপ্রাণ সংরক্ষণের উপযোগিতা ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোকপাত করবেন মোদি। প্রোমোতে দেখা গিয়েছে, হাতে ফ্লাস্ক নিয়ে গ্রিলসের সঙ্গে রাফ্টিংয়ের জন্য তৈরি হচ্ছেন আটষট্টি বছরের মোদি। গ্রিলস মোদিক বলছেন, আপনি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক। আমার কাজ আপনাকে রক্ষা করা।
মোদি টুইটে লিখেছেন, ভারতে আপনি সবুজ বন, বিভিন্ন বন্যজীবন, সুন্দর পাহাড় এবং খরস্রোতা নদী পাবেন। এই তথ্যচিত্রটি দেখে আপনি ভারতের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখার অনুপ্রেরণা পাবেন এবং পরিবেশ সংরক্ষণের বিষয়েও আগ্রহী হবেন। এখানে আসার জন্য গ্রিলসকে ধন্যবাদ।
পালটা কৃতজ্ঞতা জানিয়ে বেয়ার লিখেছেন, স্যার, আপনার সঙ্গে অ্যাডভেঞ্চারে যেতে পারাটা অত্যন্ত সম্মানের। আমাদের পৃথিবীকে সংরক্ষণ এবং সুরক্ষার ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার মিশনটি একসঙ্গে বজায় রাখতে চাই।