কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে রেলমন্ত্রক বর্ধমান স্টেশনের নামবদলের কোনও প্রস্তাব বিবেচনা করছে না। এ ব্যাপারে সে রকম প্রস্তাবও আসেনি
বিতর্কের মুখে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল বর্ধমান স্টেশনের নাম বদল করা হবে না। সম্ভাব্য নামবদল নিয়ে কিছুদিন ধরে সরগরম হয় রাজ্য-রাজনীতি। প্রকাশ্য ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শোনা গিয়েছিল এই স্টেশনের নাম বদলে বর্ধমানের ভূমিপুত্র বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে করার জন্য ২০১২ সালে তাঁর পরিবারের পক্ষে প্রস্তাব গিয়েছে রেল মন্ত্রকের কাছে। বটুকেশ্বর দত্তের মেয়ে ভারতী বাগচির সঙ্গে কথা বলার সময় বর্ধমান স্টেশনের নাম বদলের প্রস্তাব মেনে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। বিহারের জক্কনপুরে বটুকেশ্বর দত্তের মৃত্যুবার্ষিকীতে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই এ কথা বলেন তিনি। জীবনের শেষদিনগুলি এই জক্কনপুরেই কাটিয়েছিলেন প্রয়াত বিপ্লবী। কেন্দ্রীয় মন্ত্রীর এই আশ্বাসের কথা সামনে আসতেই তুঙ্গে ওঠে জল্পনা।
বর্ধমান জংশন স্টেশনের নাম বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামাঙ্কিত করার প্রশ্নে আড়াআড়ি বিভক্ত হয়ে যায় জনমত। নাম বদল নিয়ে সোশ্যাল মিডিয়াতেও জোর চর্চা হয়। আলোচনা ছড়িয়ে পড়ে পাড়ার মোড়ে, চায়ের দোকানে। নবান্ন-তে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী|
মঙ্গলবার কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়, রেলমন্ত্রক বর্ধমান স্টেশনের নামবদলের কোনও প্রস্তাব বিবেচনা করছে না। এ ব্যাপারে সে রকম প্রস্তাবও আসেনি। স্টেশনের নামবদল সাধারণত হয় রাজ্য সরকারের সুপারিশে এবং রেল, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি মন্ত্রক, সার্ভেয়ার জেনারেল ও ডাকবিভাগের সম্মতি (এনওসি) পাওয়ার পরেই। প্রেস ইনফরমেশন ব্যুরো এ নিয়ে বিজ্ঞপ্তি প্রচার করেছে|