যশ রাজ ফিল্মের ব্যানারে ২০১৮ সালের ২৩ নভেম্বর মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘হিচকি’ ছবিটি। ১২ কোটি টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিসে ২৪৫.৭৯ কোটি টাকার ব্যবসা করলেও সে সময় সমালোচকদের বিচারে হিট ফিল্মের গুরুত্ব পায়নি। তবে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে একজন সাধারণ শিক্ষকের ভূমিকায় অভিনয় করে যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন রানি মুখোপাধ্যায়। ২০০৮ সালে নির্মিত […]
যশ রাজ ফিল্মের ব্যানারে ২০১৮ সালের ২৩ নভেম্বর মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘হিচকি’ ছবিটি। ১২ কোটি টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিসে ২৪৫.৭৯ কোটি টাকার ব্যবসা করলেও সে সময় সমালোচকদের বিচারে হিট ফিল্মের গুরুত্ব পায়নি। তবে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে একজন সাধারণ শিক্ষকের ভূমিকায় অভিনয় করে যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন রানি মুখোপাধ্যায়। ২০০৮ সালে নির্মিত পরিচালক পিটার ওয়ার্নার পরিচালিত ‘ইনিশিয়াল ক্লাস’ ছবিটির আধারে তৈরি ‘হিচকি’ এবার পেল আন্তর্জাতিক স্বীকৃতি। ইতালির গিফনি ফিল্ম উৎসবের ৪৯তম সংস্করণের একটি বিভাগে শিশুদের ভোটে শীর্ষ সম্মান অর্জন করল ‘হিচকি’।
ইতালির এই চলচ্চিত্র উৎসবে একটি বিশেষ বিভাগ রযেছে। ‘এলিমেন্টস+১০’ নামের এই বিভাগে বিচারকদের বয়সটা হল ১০ থেকে ১২ বছরের মধ্যে। এই বিভাগে চিন, জার্মানি, সুইডেন, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডসের মতো দেশ থেকে সাতটি ফিচার ফিল্মের পক্ষে ভোট দিয়েছে মোট ১৫০০ জনেরও বেশি শিশু। পুরস্কার লাভের পর চলচ্চিত্রের নির্মাতা মনীশ শর্মা বলেন, ‘হিচকি সত্যই একটি বিশ্বজনীন চলচ্চিত্র যা বিশ্বজুড়ে দর্শকরা আপন করে নিয়েছেন। বাচ্চারা হিচকি-কে উৎসবে সেরা চলচ্চিত্র হিসাবে ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছে, যো কোনও প্রতিকূলতাকে কাটিয়ে উঠে এবং নিজের সাফল্য খুঁজে পাওয়ার গল্পটি চলচ্চিত্রে সঠিকভাবে প্রকাশিত হয়েছে। এমনকি এই বয়সের বাচ্চাদের কাছেও যে সিনেমাটি প্রাসঙ্গিক তাও প্রমাণিত।’