ই-পিওএস চালু না করলে খাদ্য সরবরাহে ভর্তুকি বন্ধ: কেন্দ্র

2 - মিনিট |

রেশন ডিলারদের বুঝিয়ে সুজিয়ে ই-পিওএস ব্যবহারে রাজি না করাতে পারলে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কেন্দ্রের

কে আর সি টাইমস ডেস্ক

রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ই-পিওএস মেশিন চালু করার সিদ্ধান্ত বেশ কয়েক বছর আগেই নিয়েছে কেন্দ্র । ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে ই-পিওএস-র ব্যবহার চালুও হয়েছে। কেন্দ্রের তরফ থেকে বারবার নির্দেশিকা জারি সত্ত্বেও পশ্চিমবঙ্গে বৃদ্ধি পায়নি এই যন্ত্রের ব্যবহার। রিপোর্ট অনুযায়ী রাজ্যে প্রায় কুড়ি হাজার রেশন দোকান বর্তমান। এর মধ্যে মাত্র ৩৬৬ টি দোকানে পাইলট প্রজেক্ট হিসেবে ই-পিওএস চালু হয়েছে। । দুর্নীতি এড়াতে ব্যবহৃত এই বিশেষ যন্ত্রটির ব্যবহার সুনিশ্চিত করতে এবার কড়া পদক্ষেপ কেন্দ্রের । রেশন দোকানে ইলেকট্রনিক পয়েন্ট অব সেলস (ই-পিওএস) যন্ত্র চালু না করলে কেন্দ্রীয় সরকার খাদ্য সরবরাহে ভর্তুকি বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে। তাই এই যন্ত্র চালু করার জন্য সক্রিয় হচ্ছে খাদ্য দফতর। 

রেশন ডিলারদের বুঝিয়ে সুজিয়ে যন্ত্র ব্যবহারে রাজি না করাতে পারলে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এতে। কত সংখ্যক দোকানে ই-পিওএস চালু হল, তার রিপোর্ট প্রতি সপ্তাহে দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংশোধিত ও বিধিবদ্ধ রেশন এলাকার জন্য আলাদা নজরদারির জন্য নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে।

 এর সঙ্গে খাদ্যদফতর আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকে রেশন গ্রাহকরা মাসের প্রথম সপ্তাহে সারা মাসের বরাদ্দ খাদ্যসামগ্রীর পুরোটা একসঙ্গে তুলে নিতে পারবেন। কেন্দ্রীয় সরকারের ‘অন্ন বিতরণ’ পোর্টালে এই পরিসংখ্যান চিহ্নিত হওয়ায় খাদ্যমন্ত্রক থেকে রাজ্য খাদ্যদফতরকে বেশ কড়া চিঠি পাঠানো হয়। ফুড কমিশনার যে নির্দেশিকাটি জারি করেছেন, তাতে কেন্দ্রের চিঠির উল্লেখ করা হয়েছে। নির্দেশিকার শুরুতে আরও বলা হয়েছে, কেন্দ্র জানিয়েছ, খাদ্যে ভর্তুকি ও ডিলারদের কমিশনের খাতে প্রাপ্ত টাকা রাজ্য পাবে ই-পিওএস ব্যবহার করা হলে।

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, সব রেশন দোকানে চলতি বছরের মধ্যে যন্ত্র চালু করতে চাইছেন তাঁরা। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের চাপ থাকায় রাজ্য দেখাতে চাইছে, এখানেও পর্যায়ক্রমে এই যন্ত্র চালু হচ্ছে। যন্ত্র চালু হলেই কেন্দ্র অনলাইন ব্যবস্থার মাধ্যমে তা জেনে যাবে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে এই সময়সীমা আগামী বছরের মার্চ মাস পর্যন্ত করেছে। অর্থাৎ, ই-পিওএসের মাধ্যমে রেশন দোকান কম্পিউটার নিয়ন্ত্রিত করার জন্য এখনও হাতে অনেকটা সময় আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news