আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত কমতে থাকায় ফের সস্তা হল পেট্রোল ও ডিজেল। বৃহস্পতিবার এবং শুক্রবার পরপর দু’দিন হ্রাস পেয়েছে পেট্রোল-ডিজেলের দাম
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত কমতে থাকায় ফের সস্তা হল পেট্রোল ও ডিজেল। বৃহস্পতিবার এবং শুক্রবার পরপর দু’দিন হ্রাস পেয়েছে পেট্রোল-ডিজেলের দাম। পেট্রোল-ডিজেলের দর আবারও কমায় হাঁফ ছেড়েছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে শুক্রবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল ও ডিজেলের দর। কলকাতায় শুক্রবার ০.০৭ পয়সা কমেছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৭৩.৭৯ টাকা। কলকাতা-সহ দেশের সমস্ত মেট্রো সিটিতে পেট্রোলের দাম এদিন সামান্য হলেও কমেছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, শুক্রবার পেট্রোল-এর দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ০.০৭ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৭১.৭৩ টাকা প্রতি লিটার। পাশাপাশি মুম্বইয়েও ০.০৭ পয়সা কমেছে পেট্রোলের দাম।
পেট্রোলের পাশাপাশি ডিজেলের দাম কমায় সাময়িক স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। ০.১২ পয়সা দাম কমার পর কলকাতায় ডিজেলের দাম এখন লিটারে ৬৮.২৭ টাকা। ০.১২ পয়সা দাম কমার পর দিল্লিতে ডিজেলের দাম এখন ৬৬.৫১ টাকা| পাশাপাশি মুম্বইয়ে ০.১৩ পয়সা কমেছে ডিজেলের দাম| মুম্বইয়ে ডিজেলের দাম ৬৯.৬৯ টাকা প্রতি লিটার। প্রসঙ্গত, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমার সঙ্গে তাল মিলিয়ে দেশেও পেট্রোল-ডিজেলের দাম কমায় কিছুটা যেন স্বস্তির হাওয়া।