আকাশবাণীতে কানপাতলেই শোনা যাবে ডুরান্ডের বিবরণী

< 1 - মিনিট |

মেয়ে ধারাভাষ্যকারের আওয়াজে ডুরান্ড কাপের বিবরণী আকাশবাণী থেকে

কে আর সি টাইমস ডেস্ক

প্রায় দু’দশক আগেও গ্রাম থেকে শহর সকল ফুটবল বা ক্রিকেটপ্রেমীদের কাছে সরাসরি খেলার সম্প্রচার শোনার জন্য অপেক্ষা করতে হত রেডিওর ওপরই। তখন মানুষ খেলা দেখত না শুনত। আকাশবাণীর আরজের স্বরের জাদুতেই মজত আপামর দেশবাসী। এরপর আসে টেলিভিশন। মানুষ কল্পনার জগৎ থেকে বেরিয়ে সরাসরি দেখতে শুরু করে খেলা। আবারও প্রায় দু’দশক পর ফের ফুটবলে বাংলায় ধারা বিবরণী শোনা যাবে আকাশবাণী থেকে৷

ডুরান্ড কাপ শুরু হচ্ছে কলকাতার মাঠে, আর তার সঙ্গে ফিরছে আকাশবাণী থেকে বাংলায় ধারা বিবরণী। ১৪ দিনের ডুরান্ডের ১৮ ম্যাচে আকাশবাণী থেকে সরাসরি ম্যাচ সম্প্রচার করা হবে বলে জানা গিয়েছে।
রেডিওতে বাংলায় ফুটবল ম্যাচের ধারাভাষ্য খুবই জনপ্রিয় হয়েছিল। একটা সময় মাঠে দেখতে যেতে না পারলে রেডিওতে ধারাভাষ্য শুনেই খেলা দেখার স্বাদ মেটাতেন ক্রীড়া প্রেমিকেরা৷ এবারের বাংলা ধারাভাষ্যে নতুনত্ব হল পাওয়া যাবে মেয়ে ধারাভাষ্যকাররা।
তবে যেদিন দুটো ম্যাচ থাকবে, ওইদিন দুটি আলাদা কেন্দ্র থেকে খেলার ধারা বিবরণী সম্প্রচারিত হবে। এদিন বিকেল তিনটে থেকে যে ম্যাচ থাকবে তা কলকাতা ‘ক’ অর্থাৎ গীতাঞ্জলিতে শোনা যাবে। অন্যদিকে সন্ধ্যা ছ’টার সময়ের ম্যাচটি শোনা যাবে কলকাতা ‘খ’ অর্থাৎ সঞ্চয়িতাতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news