ডুরান্ড কাপে ১৬টি দল খেলবে। এর মধ্যে থাকছে আই লিগের সাতটি দল। আইএসএলের পাঁচটি দল। চারটি দল থাকবে সেনা বাহিনীর
আজ শুক্রবার সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে ডুরান্ড কাপ।এই প্রথমবার ডুরান্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে। ডুরান্ড কাপের ব্যস্ততায় যুবভারতী ক্রীড়াঙ্গন মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। উদ্বোধনী ম্যাচ খেলবে মোহনবাগান ও মহামেডান। এদিনের উদ্বোধনী ম্যাচে সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে নিরাপত্তায় থাকছে দুই হাজার পুলিশ। মোবাইল আর মানিব্যাগ ছাড়া অন্য কিছু নিয়ে স্টেডিয়ামের ভিতরে ঢোকা যাবে না বলে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।
বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি(সদর) কুনাল আগরওয়াল সাংবাদিকদের জানান, শুক্রবার সল্টলেক স্টেডিয়ামে ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে প্রায় ৫০ হাজার দর্শক হবে, এমনটাই ধরে নিয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তায় দুই হাজার পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া থাকছে দুটি কুইক রেসপন্স টিম, মেডিক্যাল টিম, অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনী। রাজ্য সরকার, ইন্ডিয়ান আর্মি ও বিধাননগর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় অনুষ্ঠিত হবে এই ডুরান্ড কাপ।
এদিন বিকেল পাঁচটায় ডুরান্ড কাপের উদ্বোধন হবে। খেলা শুরু হবে সন্ধ্যা ৬ টায়। সবকটি গেট খুলে দেওয়া হবে বিকেল ৩টায়। ভিআইপি গেটসহ আরও ৬টি গেট এদিন খোলা হবে। গেট নম্বর ১ ও ২ মোহনবাগান সমর্থকদের জন্য। গেট নম্বর ৩ ইন্ডিয়ান আর্মি। গেট নম্বর ৩এ স্কুলের ছাত্রছাত্রী ও গেট নম্বর ৪,৫ মহামেডান সমর্থকদের এর জন্য নির্ধারিত।
ডুরান্ড কাপে ১৬টি দল খেলবে। এর মধ্যে থাকছে আই লিগের সাতটি দল। আইএসএলের পাঁচটি দল। চারটি দল থাকবে সেনা বাহিনীর। সেনা বাহিনীর চারটি দল হল আর্মি রেড, আর্মি গ্রিন, বায়ুসেনা ও নৌসেনা দল।