৮০০০ স্পাইক অ্যান্টি-ট্যাংক মিসাইল কিনছে ভারত

< 1 - মিনিট |

ইজরায়েলের এই স্পাইক মিসাইল ভূমি, আকাশ ও সমুদ্র থেকে উৎক্ষেপণ করা সম্ভব। ৩০ কিলোমিটার দূরে গিয়েও আঘাত করতে পারে এই মিসাইল

কে আর সি টাইমস ডেস্ক

ভারতের সঙ্গে ইজরায়েলের মিসাইল কেনার ৫৫০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। রিপোর্ট অনুযায়ী ইজরায়েল থেকে ৮০০০ স্পাইক অ্যান্টি-ট্যাংক মিসাইল কিনতে চলেছে ভারত। তবে এই রিপোর্ট সম্পর্কে কোনও মন্তব্য করেননি ইজরায়েলের বিদেশমন্ত্রক। ‘আরুৎজ শেভা’ নামে ওই সংবাদপত্রের দাবি, ইজরায়েল ভারতে প্রত্যেক বছর প্রচুর পরিমাণ অস্ত্র রফতানি করে। প্রতি বছর প্রায় ১০০ কোটি ডলারের অস্ত্র আসে ভারতে। গত বছরের এপ্রিলে দুই দেশ ২০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করে। যার মধ্যে রয়েছে সার্ফেস-টু-এয়ার মিসাইল, লঞ্চার ও কমিউনিকেশন টেকনোলজি।

ইজরায়েলের সেনাবাহিনী এই স্পাইক মিসাইল ব্যবহার করে। এগুলি ভূমি, আকাশ ও সমুদ্র থেকে উৎক্ষেপণ করা সম্ভব। ৩০ কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে এই মিসাইল। এছাড়া ভারত ও ইজরায়েল যৌথ উদ্যোগে একটি লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল তৈরি করছে, যা দুই দেশের নৌবাহিনী ব্যবহার করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news