কে আরসি ফাউন্ডেসন: একটি স্বপ্ন সাকার হওয়ার গল্প

2 - মিনিট |

কে আরসির ফাউন্ডেসনের এই নিউস পোর্টালের লক্ষ্য হল আপনাদের কাছে নিরপেক্ষ খবর পৌঁছে দেওয়া

বিশ্বদীপ গুপ্ত

নলেজ রির্সোস ফাউন্ডেশন (কে আর সি ফাউন্ডেশন) আসলে এমন একটি স্বপ্ন সফল হওয়ার গল্প, যা সমাজে উন্নতির পাশাপাশি, সমাজকে প্রভাবিত করার উদ্দেশ্য নিয়েও প্রসূত। গত ১৫ বছরেরও অধিক সময় ধরে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে এবং এখন সমগ্র ভারতের বিভিন্ন  রাজ্যে দক্ষতার সঙ্গে কর্মনিযুক্তি, শ্রমশক্তির বিকাশ , দক্ষতানির্মাণের জন্য প্রশিক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে কেআরসি ফাউন্ডেশন বিশেষজ্ঞ পরামর্শদাতা সংস্থা হিসেবে কাজ করে চলেছে।  আমাদের এই সংস্থা বাণিজ্যিক বিশেষজ্ঞতার ক্ষেত্রে সুনামের সঙ্গে যোগাযোগ মাধ্যমকে কেন্দ্রে রেখে বাণিজ্যিক প্রক্রিয়ার উন্নতি, বাণিজ্য বিষয়ক পরামর্শদান, নানা  অনুষ্ঠান -কেন্দ্রিক এক প্রকল্প পরামর্শদাতা সংস্থা হিসেবে ইতিমধ্যেই জনমানসে নিজের পরিচিতি গড়ে তুলেছে , নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 

সামাজিক দায়িত্বপালনের উদ্দেশ্য নিয়ে আমাদের এই সংস্থা নবীনতম উদ্যোগ হল কেআরসিটাইমস নামের একটি মাসিক পত্রিকা যা আমরা নিয়ে আসছি ইংরেজি হিন্দি এবং বাংলা ভাষায়।  যা আসলে সমাজকে একদম নিজের স্তর থেকে উপরে দেখার একটি পদক্ষেপ।  মূলধারার রাজনীতিকেও আমরা দেখতে চাই একদম মাটির কাছাকাছি গিয়ে। জনতার অংশগ্রহণে গড়ে ওঠা গণআন্দোলনই হোক কিংবা হোক জনসমস্যার  কথা, হতে  পারে যথার্থ গণসংঘঠন অথবা প্রকৃত জননেতা, এসবই হবে আমাদের বিষয়।

বাণিজ্যিক ক্ষেত্রেও আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকবে ন্যূনতম থেকে উচ্চতমে নিহিত নানা বিষয়ের দিকে।  থাকবে নিচুতলার জনসাধারণের ব্যবসার কথা , জনভিত্তিক ব্যবসা , স্টার্ট -আপ , সফল উদ্যোগীদের কথা , থাকবে সামাজিক নানা প্রকল্প ও কৃষিভিত্তিক ব্যবসাও। সমাজকে আমরা একদম নিচের ধাপ থেকে দেখতে চাই, সাধারণের চোখ দিয়ে দেখা সামাজিক সমস্যাগুলিকে বিশ্লেষণ করতে চাই।  জনগনের সংস্কৃতি, জনগনের বিনোদন, লোক সংস্কৃতির প্রকাশ যেমন আমরা প্রকাশ করব, তেমনি পাঠকদের কাছে পেশ করতে চাই জনপ্রিয় তথা মূল ধারার সংস্কৃতিও।  ইতিহাস, দর্শন , জীবনশৈলী -এমন যাবতীয় কিছু , যা সাধারনজন কেন্দ্রিক, আমাদের লক্ষ্য।

কে আর সি ফাউন্ডেসনের ৫ “” দর্শনই এর সফলতার মূল মন্ত্র এবং গত ১৫ বছর ধরে সফলতার সঙ্গে কাজ করে চলেছি এই আদর্শ নিয়েই। এই ৫টি “” হল – এডুকেশন, এমপ্লয়বিলিটি,  এমপ্লয়মেন্ট, এন্ট্রাপ্রেনরশিপ এবং ইমোশনল ইন্টেলিজেন্স। আমরা বিশ্বাস করি  যে এই ৫ টি “” হল ব্যাক্তিগত, পেশাগত এবং সমাজগত সাফল্যের উপায়। এর সাথে,আমরা ইকোলজি এবং এন্টারটেনমেন্ট-এর কথা যোগ করব আমাদের এই নবীন প্রকাশনায়।

কে আর সি- তে  আমরা প্রতিদিনের সামাজিক, যুববিকাশ, বিদেশনীতিভিত্তিক  মিডিয়া উৎপাদানগুলির ওপর কাজ করে চলেছি।  এছাড়াও ওয়েব পোর্টাল, এক খবর ভিত্তিক যোগাযোগ চ্যানেল এবং পত্রিকার ( ছাপা এবং ডিজিট্যাল ) মতো মিডিয়া উৎপাদনও তৈরি করে চলেছি। 

আমাদের ইভেন্টগুলিও আমজনতা, উদ্যোগ জগৎ এবং সরকারকে প্রভাবিত করে এমন সব বিষয় বস্তুর ওপরে কেন্দ্রীভূত। আমরা সামাজিক পুনঃ প্রকৌশলভিত্তিক কাজ কর্মের সঙ্গেও  জড়িত এবং আমাদের কাজ মূলত সমাজের মঙ্গলকেন্দ্রিক , আমরা আপ্রাণ চেষ্টা করে চলেছি যাতে আমরা একটি আদর্শ মানুষকেন্দ্রিক প্রতিষ্ঠান হয়ে উঠতে পারি এবং সমাজকে প্রভাবিত করে এমনসব ঘটনা এবং কার্যকলাপ তুলে ধরতে পারি।  আগামীদিনে এসব কর্মকান্ডও অফলাইন পাবলিকেশনের মাধ্যমে অনলাইন-এ আসন্ন পোর্টালের মাধ্যমে অন এয়ার, জনসাধারনের সমস্যার কাহিনী ভিডিও গল্পের মাধ্যমে এবং বুনিয়াদি স্তরে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে -সব ধরনের মাধ্যম দ্বারা প্রচারিত করতে চাই আমরা, যা আশা করি আমাদের ও  আপনাদের সকলেরই জীবনে গভীর প্রভাব ফেলবে। 

সবশেষে আমি পুলওয়ামার জঙ্গিহানায় নিহত সেনা জওয়ানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের সাহসী আত্মার শান্তি কামনা করছি।  দেশরক্ষায় রত ভারতীয় সেনা বাহিনীর প্রতি আমার  বিনম্র অভিবাদন।       

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *