বিমান না পেয়ে বিপাকে কাশ্মীর যাত্রীরা

< 1 - মিনিট |

শ্রীনগর থেকে দিল্লি আসার বিমানভাড়া ১৫,৫০০টাকা থেকে শুরু হয়ে ২১,০০০ টাকা পর্যন্ত উঠেছে। শ্রীনগর থেকে মুম্বইয়ের বিমানভাড়া ১৬,৭০০ টাকা থেকে ২৫,০০০ টাকা

কে আর সি টাইমস ডেস্ক

অমরনাথ যাত্রাপথে বড়সড় সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা। আতঙ্কে শুক্রবারই প্রশাসনের তরফ থেকে ভূস্বর্গে আসা বহু পর্য্টকসহ ও অমরনাথ যাত্রীদের যাত্রা বাতিল করে ঘরে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। রওনা দেওয়া তীর্থযাত্রীদের জম্মুতে ফিরে আসার এবং উপত্যকা ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।নির্দেশ জারির মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ভূস্বর্গে। যার জেরে যত তাড়াতাড়ি সম্ভব কাশ্মীর ছাড়তে চাইছেন পর্যটক ও তীর্থযাত্রীরা। শ্রীনগর থেকে ফেরার বিমানগুলি পুরো ভর্তি। নেই পর্যাপ্ত বিমান পরিষেবা। ঘাটতি রয়েছে বিশেষ বিমানেও। যে কটি আসন বাকি আছে, তা-ও অত্যন্ত বেশি ভাড়ায় বিক্রি হচ্ছে। আতঙ্কিত পরিস্থিতিতে সকলেই তড়িঘড়ি ফিরতে চাইছেন, তার মধ্যে তীর্থযাত্রীদের জন্য বিশেষ বিমান না থাকায় শনিবার ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। সকল বিমান সংস্থাগুলিকে পর্যাপ্ত পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।


এদিন বিমানবন্দরে বিশাল লাইনে দাঁড়িয়ে যাত্রীদের দেখা গেল অধীর আগ্রহে অপেক্ষা করতে। বিমানবন্দরে প্রবেশ পথেও নজরে এল পর্যটকদের ব্যাগের সারি। শ্রীনগর থেকে দিল্লি আসার বিমানভাড়া ১৫,৫০০টাকা থেকে শুরু হয়ে ২১,০০০ টাকা পর্যন্ত উঠেছে। শ্রীনগর থেকে মুম্বইয়ের বিমানভাড়া ১৬,৭০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মধ্যে রয়েছে। তবে সোমবার থেকে ভাড়া কিছুটা কমতে পারে বলে মনে করছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। যাত্রীদের চাপ কমাতে অতিরিক্ত বিমান চালাতে সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। যে সব যাত্রীরা আরও পরের টিকিট কেটেছিলেন, পরিবর্তিত পরিস্থিতিতে তাঁরা যদি সেই টিকিট বাতিল করে নতুন করে টিকিট কাটতে চান, তাহলে কোনও চার্জ লাগবে না বলেও উড়ান সংস্থাগুলি জানিয়েছে। বিমানবন্দরের এক রক্ষী জানান, “এখানে কোনও বিশেষ বিমান নেই। তীর্থযাত্রী এবং পর্যটক উভয়কেই শনিবারের জন্য নির্ধারিত সাধারণ বেসরকারি বিমানগুলিতে যেতে হবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news