কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলতে পাঁচবছর সময় চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছে৷ আর তারপর থেকেই গোটা দেশজুড়ে চলছে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত নিয়ে নানা তর্ক-বিতর্ক। ৩৭০ ধারা রদের জন্য মোদি-শাহ জুটির কপালে প্রশংসার পাশপাশি সমালোচনাও জুটছে বিস্তর। এরই মধ্যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার রাজ্যসভায় বললেন, ‘যতক্ষণ ৩৭০ ধারা আছে, সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে দমন সম্ভব নয়৷ ফলে দেশের অখণ্ডতা রক্ষা অসম্ভব৷’ এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার আগামী পাঁচ বছরের মধ্যে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলতে চায় ভূস্বর্গ কাশ্মীরকে।
রাজ্যসভায় এদিন অমিত শাহ বলেন, ‘আমরা কোনও বিশেষ ধর্মকে টার্গেট করছি না৷ এখন জম্মু ও কাশ্মীরের অবস্থা স্থিতিশীল নয়৷ শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে অনেক প্রতিকূলতা রয়েছে৷ পর্যটনের ক্ষেত্রেও কোনও উন্নয়ন হয়নি৷ আমাদের পাঁচবছর সময় দিন, কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলব৷’ এখানেই না থেমে তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘মনে রাখবেন, কাশ্মীর আমাদের স্বর্গ ছিল, আছে, ৩৭০ ধারা তুলতে ভোট ব্যাঙ্কের ঊর্ধ্বে গিয়ে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন ছিল৷ প্রধানমন্ত্রীর তা আছে৷ অবশ্য অনেক সাংসদ প্রশ্ন তুলেছেন, জম্মু ও কাশ্মীর কতদিন পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে? আমি তাঁদের আশ্বস্ত করতে চাই যে, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সঠিক সময় এলে আমরা জম্মু ও কাশ্মীরকে পুনরায় রাজ্য হিসেবে গড়ে তুলব৷ হয়তো একটু সময় লাগবে৷ তবে একদিন আবার রাজ্যের মর্যাদা পাবে জম্মু ও কাশ্মীর৷’