কুড়িয়ে পাওয়া এরপর স্টেশনেই সেই বোতলের জল খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিলিগুড়ি জংশনের ১ নম্বর ওয়ার্ডের তিন শিশু
স্টেশনে পড়ে থাকা পানীয় জলের বোতল থেকে জল খেয়ে অচানক অসুস্থ হয়ে পড়ে তিন শিশু। গুরুতর অবস্থায় তাদের স্থানীয় শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন। সূত্রের খাবার অনুযায়ী রোজকার মতোই শিলিগুড়ি জংশনের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই শিশুগুলি জংশনে ঘুরতে গিয়েছিল। আর সেখানেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে তিন অসুস্থ শিশুই একই পরিবারের।
ঘুরতে ঘুরতে তারা স্টেশন চত্ত্বর থেকে একটি ঠাণ্ডা পানীয়ের বোতল কুড়িয়ে পায়।এরপর স্টেশনেই সেই বোতলে থাকা জল খায় তিনজন। এরপর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।তিন শিশুর নাম অসিমা খাতুন,নজিমা খাতুন এবং রাজা হুসেন। শিশুদের মা জানিয়েছেন, তিনি কাজের প্রয়োজনে বাইরে গিয়েছিলেন। স্থানীয়দের কাছ থেকে বাচ্চাদের অসুস্থতার খবর পেয়ে বাড়িতে আসেন। এরপর তিনজনকে স্থানীয়দের সাহায্য নিয়ে হাসপাতালে নিয়ে আসেন। তবে বোতলে কি ছিল তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি ।