বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, লাগামছাড়া আর্দ্রতা ও গুমোট গরম চলবে মহানগরীতে

< 1 - মিনিট |

অত্যধিক গরম এবং আর্দ্রতার দাপট আপাতত বজায় থাকবে

কে আর সি টাইমস ডেস্ক

অত্যধিক গরম এবং আর্দ্রতার দাপট আপাতত বজায় থাকবে| আরও খারাপ খবর হল-আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই| ফলে গুমোট গরমে নাজেহাল হতে হবে নগরবাসীকে| এমনিতেই গুমোট গরমে নাভিশ্বাস শহরবাসী| পুরুলিয়া, বাঁকুড়ার মতো রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কার্যত তাপপ্রবাহের পরিস্থিতি চলছে| পিছিয়ে নেয় কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিও| পথেঘাটে বেরিয়ে অসহ্য গরমজ্বালা অনুভব করতে হচ্ছে শহরবাসীকে|

আপাতত ভ্যাপসা গরম থেকে রেহাই পাচ্ছে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলি| কারণ, আপাতত কলকাতায় ঝড়-বৃষ্টির তেমন কোনও অনুকূল পরিস্থিতি নেই| তবে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে| মৌসম ভবন সূত্রের খবর, এবার কেরলে বর্ষা ঢুকতে পারে ৬ জুন নাগাদ| তবে, পশ্চিমবঙ্গে কবে বর্ষা ঢুকবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না| আপাতত  আগামী কয়েকদিন গরমে হাঁসফাঁস করতে হবে নগরবাসীকে| 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news