‘গীতবীথি’ প্রকল্পের সূচনায় কবি প্রণাম ফিরহাদের
বাঙালি মননে গভীরভাবে রয়েছে কবি গুরুর প্রভাব। এবার শুধু মননেই নয় পুরসভার বনায়ন প্রকল্পও প্রভাবিত রাবীন্দ্রকতায় । ২২ শে শ্রাবণ, ইংরেজির ৮ ই আগস্ট ছিল রবীন্দ্রনাথের মৃত্যুদিন। ৯ই আগষ্ট অর্থাৎ শুক্রবার কলকাতা পুরসভা শহরে শুরু করছে নগর বনায়ন প্রকল্প। এদিন সন্ধ্যায় মেয়র ফিরহাদ হাকিম উত্তর কলকাতার ক্যানাল ইস্ট রোড ও ক্যানাল সাউথ রোডের ধারে বৃক্ষরোপন করে প্রকল্পের সূচনা করেন। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল কবিগুরুকে শ্রদ্ধা জানাতে প্রকল্পের নাম রাখা হয়েছে ‘ গীতবীথি’ । পুরসভার এক মেয়র পারিষদ জানিয়েছেন, ” শিরীষ, বকুল, সেগুন, আমলকি, কদমের মত যে গাছগুলি কবিগুরুর গান ও সাহিত্যে স্থান পেয়েছে ও তাঁর সৃষ্টি করা শান্তিনিকেতনে রয়েছে, সেই গাছগুলিই এই প্রকল্পে সারা শহর জুড়ে লাগানো হবে। এটা একসাথে কবিগুরুর প্রতি আমাদের শ্রদ্ধা ও শহরে দূষণ রোধে শহর ও শহরবাসীর প্রতি আমাদের সংকল্প।” এভাবে রাবীন্দ্রিক চিন্তাধারায় পরিবেশরক্ষার্থে পুরসভার পদক্ষেপ যে সকলের নজর কাড়বে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।