মহানগরের মাছখোয়ায় অবস্থিত সাংস্কৃতিক প্রকল্পে বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গুয়াহাটি এসেছেন ঊষা মঙ্গেশকর
সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার মৃত্যুতে কেবল অসমিয়া সংগীত জগত নয় গোটা দেশের সংগীত জগতে এক শূন্যতা সৃষ্টি করেছে। তাঁর শূন্যস্থান কখনও পূরণ হবার নয়। তিনি মানুষের গান গাইতেন, তিনি অমরশিল্পী। বলেছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী ঊষা মঙ্গেশকর।
শুক্রবার গুয়াহাটি এসেছেন ঊষা মঙ্গেশকর। এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আজ সকালে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর এসে অবতরণ করে সোজা চলে যান জালুকবাড়িতে অবস্থিত ভারতরত্ন ভূপেন হাজারিকার সমাধিক্ষেত্রে। সেখানে তিনি ভূপেন হাজারিকার প্রতিমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মহানগরের মাছখোয়ায় অবস্থিত সাংস্কৃতিক প্রকল্পে বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গুয়াহাটি এসেছেন ঊষা মঙ্গেশকর। ঊষা মঙ্গেশকর বেশ কয়েকটি অসমিয়া চলচ্চিত্রে কন্ঠ দানও করেছেন।