দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে, দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও দমকল সূত্রের খবর, এই অগ্নিকাণ্ডে প্রাণহানির কোনও খবর নেই
গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয় দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেল ১৪টি দোকান। দোকানগুলি পুড়ে যাওয়ায় বিধ্বংসী এই প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও আগুন নেভাতে গিয়ে সামান্য আহত হয়েছেন একজন দমকল কর্মী। সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত সবজি মার্কেট এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে সবজি মার্কেটের একটি দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও ১৩টি দোকানে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায়। কাকদ্বীপ থানা খবর দেয় দমকল বিভাগে। ততক্ষণে স্থানীয় বাসিন্দারাই নিজেদের উদ্যোগে বালতিতে করে জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে, দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও দমকল সূত্রের খবর, এই অগ্নিকাণ্ডে প্রাণহানির কোনও খবর নেই। আগুন নেভানোর সময় একজন দমকল কর্মী আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ায় এক কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত, তা তদন্ত করে দেখছে পুলিশ।