অনুচ্ছেদ ৩৭০ বিলোপ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি : আবেদনে গলদ, তিরস্কার প্রধান বিচারপতির

< 1 - মিনিট |

‘এটা কী ধরনের আবেদন?…আধ ঘন্টা ধরে আপনার আবেদন পড়েছি, কিন্তু কিছুই বুঝতে পারিনি আমি ‘: রঞ্জন গগৈ

কে আর সি টাইমস ডেস্ক

জম্মু ও কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ বিলোপকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী এম এল শর্মা এবং কাশ্মীর টাইমস এগজিকিউটিভ এডিটর| 
আবেদনেই গলদ! তাই মামলাকারীকে তিরস্কার করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| 

অনুচ্ছেদ ৩৭০ বিলোপকে চ্যলেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী এম এল শর্মা ও কাশ্মীর টাইমস এগজিকিউটিভ এডিটর| শুক্রবার সকালে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এ বোবদে এবং বিচারপতি এস আব্দুল নাজীরের বেঞ্চে শুনানি শুরু হয়| আইনজীবী এম এল শর্মার আবেদনে গলদ থাকায় মামলাকারীকে ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি| ক্ষোভের সুরে প্রধান বিচারপতি বলেছেন, ‘এটা কী ধরনের আবেদন?…আধ ঘন্টা ধরে আপনার আবেদন পড়েছি, কিন্তু কিছুই বুঝতে পারিনি আমি|’ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news