সৃজিত – প্রসেনজিত জুটির “গুমনামী”

< 1 - মিনিট |

একসময় এই ছবি ছাড়তে চেয়েছিলেন প্রসেনজিৎ, বলেছিলেন ‘আমায় ছেড়ে দে, আমি পারব না’।

কে আর সি টাইমস ডেস্ক

মুক্তি পেল পরিচালক সৃজিত মুখার্জির পরবর্তী ছবি ‘গুমনামি’র টিজার। নেতাজির অন্তর্ধানেই রহস্য নিয়ে এই ছবি। গুমনামি বাবাই কি নেতাজি সুভাষচন্দ্র বসু? এ নিয়ে বিতর্ক, রহস্যের শেষ নেই। ৭৩তম স্বাধীনতা দিবসে প্রকাশিত ছবির ফার্স্ট লুক। মূল চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়।

শোনা যায়, ১৯৭০ সাল নাগাদ উত্তর প্রদেশে আর্বিভাব ঘটে গুমনামি বাবার। একাংশের মতে, এই বাবাই আসলে নেতাজি সুভাষচন্দ্র বোস। তাঁর সঙ্গে নেতাজির আদলের নাকি মিল পাওয়া গিয়েছিল। আজাদ হিন্দ ফৌজের কিছু চিঠিপত্রও তাঁর কাছে ছিল বলে জানা যায়। অঞ্জু ধর ও চন্দ্রচূড় ঘোষের লেখা বই ‘কোনানড্রাম’ থেকে অনুপ্রাণিত হয়ে সৃজিত এই ছবি তৈরি করেছেন। একসময় এই ছবি ছাড়তে চেয়েছিলেন প্রসেনজিত, বলেছিলেন ‘আমায় ছেড়ে দে, আমি পারব না’। এই লুকের জন্য তাকে বহুদিন ধরে প্রসেনজিতকে কষ্ট করতে হয়েছে। আর এই অসাধ্য সাধন করেছেন মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু। এই ছবি তে প্রসেনজিৎ ছাড়া দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য্য, তনুশ্রী চক্রবর্তী, সুরেন্দ্র রঞ্জন প্রমুখ। সবার লুকেই এক অন্য রকম ছোয়া পাওয়া গেছে। প্রসেনজিৎ -এর লুক শুধু নয় গান্ধীজির ভূমিকায় সুরেন্দ্র রঞ্জনের লুকও অসাধারণ হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news