যাদবপুরে বিজ্ঞানে ভর্তিতে থাকছে না প্রবেশিকা

< 1 - মিনিট |

স্নাতক স্তরের ভরতির ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের কোনও বিষয়েই প্রবেশিকা পরীক্ষা চালু হবে না

কে আর সি টাইমস ডেস্ক

 এ বছর থেকে প্রবেশিকা পরীক্ষার দাবি উঠেছিল ওই প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের কিছু বিষয়ে। কিন্তু চলতি বছর থেকে ওই পরীক্ষা হবে না। সূত্রের খবর, ভরতি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, গণিত ও পদার্থবিদ্যার সঙ্গে রসায়ন বিভাগও ভরতি পরীক্ষা চালুর দাবি জানিয়েছিল। গণিতের এক শিক্ষক বলেন, কিছু ছাত্রছাত্রী প্রচুর নম্বর পেয়ে পাশ করলেও দেখা যায় তাঁদের এই বিষয়ের গভীরে যেতে অসুবিধা হচ্ছে। তাই প্রবেশিকার মাধ্যমে অন্তত বুঝে নেওয়া যায়, এই ধরনের বিজ্ঞান বিষয়ে পড়ার মতো সক্ষমতা ও বোধ আছে তাঁদের আছে কি না।

এবছর বিজ্ঞান বিভাগের কোনও বিষয়ে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না বলে ঠিক হলেও গণিতের বিভাগীয় প্রধান প্রবেশিকার সিদ্ধান্তের তাঁর সমর্থনের কথা বৈঠকে জানান। বিজ্ঞান বিভাগের এই সিদ্ধান্তের বিষয়টি আগামী মঙ্গলবার কর্মসমিতির বৈঠকে পেশ করা হবে। এর সঙ্গে কলা বিভাগের সব বিষয়ে প্রবেশিকা পরীক্ষা চালু করার ব্যাপারেও আলোচনা হবে কর্মসমিতিতে। ঠিক হয়েছে, কলা বিভাগে প্রতিটি বিষয়ে এবার প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। মেধা তালিকা তৈরির ক্ষেত্রে মানা হবে পঞ্চাশ-পঞ্চাশ সূত্র। অর্থাৎ পঞ্চাশ-শতাংশ প্রবেশিকা পরীক্ষা থেকে এবং বাকি পঞ্চাশ শতাংশ স্কুল স্তরে সর্বশেষ পরীক্ষার প্রাপ্ত নম্বর থেকে নেওয়া হবে। ভূতত্ত্ব ও ভূগোল বিভাগের পক্ষ থেকে জানানো হয়, প্রবেশিকা তারা চাইছে না। কারণ, এত দ্রুত ভরতির পরীক্ষা নিয়ে ওঠা সম্ভব নয়। ভূগোল বিভাগের পক্ষ থেকে জানানো হয়, প্রবেশিকা পরীক্ষা নেওয়ার মতো লোকবল বা পরিকাঠামো তাদের নেই। ভরতি পরীক্ষা নেওয়া হলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে নেওয়া হোক। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news