সারম্বরে পালিত হল ফুটবলপ্রেমী দিবস

< 1 - মিনিট |

ফুটবলপ্রেমী দিবস প্রতিবছরের মত এবারও পালিত হল রক্তদান উৎসবের মধ্যে দিয়ে। কলকাতা সহ মোট আটিট কেন্দ্রে এদিন রক্ত দিয়েছেন ৯৩৫ জন রক্তদাতা।যার মধ্যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রক্তদান করেছেন ৪৮০ জন। রক্তাদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন এআইএফএফ-এর সহসভাপতি সুব্রত দত্ত, আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় ও অন্যান্যরা। প্রত্যেক রক্তদাতার হাতে এদিন তুলে দেওয়া হয়েছে জামসিদ নাসিরির স্বাক্ষর সম্বলিত সংশাপত্র

কে আর সি টাইমস ডেস্ক

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *