শান্তিনিকেতনে, কবি রবিঠাকুরের ঐতিহ্যবাহী বাড়ি ‘শ্যামলী’র উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। তিনি দেশের বিভিন্ন ঐতিহ্য রক্ষার দায়িত্ব আপামর দেশবাসিকেই উৎসর্গ করেন। বাড়িটি সংস্কারের কাজ সম্প্রতি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের সহায়তায় শেষ হয়েছে। তিনি এই দিন উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, সরকারসহ দেশের ভিন্ন ঐতিহ্য সংস্কারকারী সংস্থাগুলির দায়িত্ব সমবেতভাবে দেশের পরম্পরা ও ঐতিহ্যকে বিলুপ্তির প্রকোপ থেকে রক্ষা করে পুনৰ্জীবিত করা
শান্তিনিকেতনে ‘শ্যামলী’র উদ্বোধনী অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু
< 1 - মিনিট | ১৭ আগ ২০১৯
কে আর সি টাইমস ডেস্ক