বৃষ্টির জেরে ককপিট থেকে বাইরের দৃশ্য পরিষ্কার দেখা না যাওয়ায়ও সমস্যা হচ্ছে বিমান ওড়ানোর ক্ষেত্রে
শুক্রবার বিকেলের পর থেকে সেই যে বৃষ্টি শুরু হল, তা এখনও চলছে। সপ্তাহান্তে বৃষ্টি দিয়েই সকাল শুরু হয়েছে কলকাতার। টানা বৃষ্টির জেরে শহরের বেশির রাস্তারই জলমগ্ন অবস্থা। টানা বৃষ্টির জেরে নাজেহাল শহরসহ দক্ষিনবঙ্গের জীবনযাত্রা| জল জমে স্বাভাবিক জীবন যাত্রা শ্লথ| এর প্রভাব পড়েছে রেল থেকে শুরু করে বিমান পরিষেবাতেও| হাওড়া-শিয়ালদা শাখায় দেরিতে চলছে ট্রেন। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। রেললাইন জলের তলায় থাকায় বন্ধ রাখা হয়েছে চক্ররেলের একাংশ। শনিবার সকালে দেরিতে ছাড়ে দিল্লিগামী ২টো বিমান। খারাপ পরিস্থিতির ফলে ৩টি বিমান অবতরণে সমস্যা হয়েছে বলেও জানা গিয়েছে।
পূর্ব রেল সুত্রে খবর, হাওড়া-শিয়ালদা শাখায় দেরিতে চলছে ট্রেন। দক্ষিণ-পূর্ব শাখায় ৩টি ডাউন পাঁশকুড়া-হাওড়া লোকাল ও ২টি ডাউন মেচেদা-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে।এছাড়া হাওড়া-বাগনান-সাঁতরাগাছি লোকাল ও হাওড়া-পাঁশকুড়া-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। ৫টি আপ হাওড়া- পাঁশকুড়া লোকালও বাতিল করা হয়েছে।
হাওড়া থেকে বাতিল করা হয়েছে আপ/ডাউন শ্রীরামপুর লোকাল, আপ/ডাউন বেলুড় মঠ-হাওড়া লোকাল, ডাউন শেওড়াফুলি লোকাল| জল জমে রেল লাইন ডুবে যাওয়ার ফলে সকাল ১০টা ৪০ মিনিট থেকে বাগবাজার ও প্রিন্সেপ ঘাটের মধ্যে বন্ধ রাখা হয়েছিল চক্ররেল।
একটানা ভারী বৃষ্টির জেরে কলকাতা বিমানবন্দরের অ্যাপ্রন এরিয়ায় জল জমেছে। সমস্যা হচ্ছে বিমান ওঠানামার ক্ষেত্রে। বৃষ্টির জেরে ককপিট থেকে বাইরের দৃশ্য পরিষ্কার দেখা না যাওয়ায়ও সমস্যা হচ্ছে বিমান ওড়ানোর ক্ষেত্রে|