প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্কুলের ছাত্রছাত্রীদের সজাগ করতে ডিমা হাসাও জেলায় মকড্রিল

< 1 - মিনিট |

আজ সকাল ১১টায় জেলার এই ছয়টি স্কুলে দমকল বাহিনীর কর্মী তথা দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা গিয়ে এই মকড্রিলের আয়োজন করেন

কে আর সি টাইমস ডেস্ক

ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সম্পর্কে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সজাগতা সৃষ্টি করতে শনিবার ডিমা হাসাও জেলায় মকড্রিলের ব্যবস্থা করা হয়েছিল। জেলার পাঁচটি শিক্ষা ব্লকের অধীনে ছয়টি স্কুলে দুর্যোগ মোকাবিলা বিভাগের পক্ষ থেকে মকড্রিলের আয়োজন করা হয়। হাফলং উচ্চ মাধ্যমিক বালক বিদ্যালেয়, হাফলং উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মাহুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাইবাং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গরমপানি সরকারি হাইস্কুল এবং দিয়ুংব্রা হাইস্কুলে এই মকড্রিলের আয়োজন করা হয়। 
ভূমিকম্প বা যে কোনও প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হলে আতঙ্কিত না হয়ে কীভাবে এগুলো থেকে রক্ষা পাওয়া যায় এবং এতে কেউ আহত হলে বা ভূমিকম্প হলে বাড়ি ঘর বা বিল্ডিং ভেঙে মানুষ চাপা পড়ে গেলে তাদের কীভাবে বাঁচানো যায় বা দুর্যোগ কবলিত ব্যক্তিদের উদ্ধার করে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে এ-নিয়ে ছাত্রছাত্রীদের মকড্রিল করানো হয় দুর্যোগ মোকাবিলা বিভাগের পক্ষ থেকে। আজ সকাল ১১টায় জেলার এই ছয়টি স্কুলে দমকল বাহিনীর কর্মী তথা দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা গিয়ে এই মকড্রিলের আয়োজন করে। আগামীতে ডিমা হাসাও জেলার অনান্য স্কুলে দুর্যোগ মোকাবিলা বিভাগের পক্ষ থেকে এ ব্যাপারে মকড্রিল করানো হবে বলে জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news