এবার জয়েন্ট এনট্রান্স পরীক্ষার্থীদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেলওয়ে
এবার জয়েন্ট এনট্রান্স পরীক্ষার্থীদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেলওয়ে| ২০১৯ সালের জয়েন্ট এনট্রান্স পরীক্ষার্থীদের জন্য সুবিধার জন্য পাটনা-হাওড়া একটি স্পেশাল ট্রেনের কথা জানিয়ে আজ বুধবার একটি বিগপ্তি জারি করল পূর্ব রেলওয়ে|
পূর্ব রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী একটি বিশেষ ট্রেন হাওড়া-পটনা ভায়া ব্যান্ডেল হয়ে আসবে| ০২২৬২ পটনা-হাওড়া বিশেষ ট্রেনটি ২৩ মে বৃহস্পতিবার রাত ১১ টা ৩৫ মিনিটে পটনা থেকে ছাড়বে।২৪ মে শুক্রবার হাওড়া পৌছাবে বেলা ১২ টা ১৫ মিনিটে।শনিবার ২৫ মে ০২৩২1 হাওড়া-পটনা বিশেষ ট্রেনটি হাওড়া থেকে রাত ১০ টা ৫০ মিনিটে ছাড়বে |রবিবার ২৫ মে সকাল ১০ টা নাগাদ পাটনা পৌছাবে ট্রেনটি| ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস এবং স্লিপার ক্লাস থাকার ব্যবস্থা থাকবে।