ভোট গণনায় বিদ্যুত বিভ্রাট এড়াতে সিইএসসি-কে চিঠি কমিশনের

< 1 - মিনিট |

ভোট গণনায় বিদ্যুত বিভ্রাট এড়াতে সিইএসসি-কে চিঠি কমিশনের। বুধবার চিঠি দিয়ে পরিষেবা স্বাভাবিক রাখার আর্জি জানাল নির্বাচন কমিশন

কে আর সি টাইমস ডেস্ক

 ঝুঁকি এড়ানোর জন্য ভিভিপ্যাট দিয়ে গণণা শুরুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন৷ তার ফলে গণণার ফল বেরোতে ২৩ তারিখ পেরিয়ে ২৪ তারিখ বিকেল গড়িয়ে যাবে৷ এই সময় যাতে কোনও রকম বিদ্যুত বিভ্রাট না হয় সেই কারণে বিদ্যুৎ বণ্টন নিগমকে (সিইএসসি) বুধবার চিঠি দিয়ে পরিষেবা স্বাভাবিক রাখার আর্জি জানাল নির্বাচন কমিশন৷

নইতিমধ্যেই এক্সিট পোল নিয়ে হৈ হৈ পড়ে গিয়েছে সারা দেশে৷  ২৩ তারিখ সকাল থেকেই শুরু হয়ে যাবে ভোট গণনা| একেই গরমে বিদ্যুত সরবরাহ করতে হিমশিম করছে সিইএসসি| দীর্ঘ সময় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ও ভিভিপ্যাট সচল রাখতে পর্যাপ্ত বিদ্যুৎ পরিষেবা প্রয়োজন৷ ইভিএম বিকল হলে ভোটগণণায় দেরি হবে আরও৷ তাই ভোট গণনা চলাকালীন যাতে বিদ্যুতের কোনও গোলমাল না হয় সে জন্য বিদ্যুৎ বণ্টন নিগমকে চিঠি দিল নির্বাচন কমিশন|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news