টেস্ট ম্যাচে ভারতের কাছে ওপেনিংয়ের প্রথম পছন্দ পৃথ্বী শা ডোপিংয়ে জড়ানোয় দলে নেই। তাঁর জায়গায় দুই টেস্ট ম্যাচ খেলা মায়ঙ্ক আগরওয়াল ও কে এল রাহুলকে নিয়ে মাঠে নামতে হবে ভারতকে।
আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে ভারত-ক্যারিবিয়ান চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। ভারতীয় দলের উচিত টেস্টেও রোহিত শর্মাকে ওপেন করতে পাঠানো। এমন মত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। কিছুক্ষনের মধ্যে অ্যান্টিগা টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।এই টেস্টের মাধ্যমে ভারতীয় দলের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু।
২০১৯ সালের বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্স করেন রোহিত৷ একই বিশ্বকাপে ৫টি শতরানের অনন্য এবং অনবদ্য নজির গড়েন হিটম্যান। এর পাশাপাশি গাঙ্গুলির যুক্তি, বিশ্বে একমাত্র ব্যাটসম্যন হিসাবে একদিনের ক্রিকেটে ৩টি দুই শতরানের নজির আছে রোহিতের দখলে। টেস্টেও তাঁকে পর্যাপ্ত সুযোগ দিলে অনেক ভালো পারফর্ম করতে পারবেন। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪টি ইনিংসে মাত্র ৭৮ রান করার পর টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন রোহিত। তবে বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিংয়ের ফলে আবারও দলে জায়গা করে নিয়েছেন হিটম্যান।
কয়েক ঘন্টার মধ্যে শুরু হতে চলা টেস্ট ম্যাচে ভারতের কাছে ওপেনিংয়ের প্রথম পছন্দ পৃথ্বী শা ডোপিংয়ে জড়ানোয় দলে নেই। তাঁর জায়গায় দুই টেস্ট ম্যাচ খেলা মায়ঙ্ক আগরওয়াল ও কে এল রাহুলকে নিয়ে মাঠে নামতে হবে ভারতকে। গাঙ্গুলির মতে, এদেরই কারোর জায়গায় রোহিতকে সুযোগ দেওয়া যেতে পারে।