পদপিষ্ট হয়ে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষনা মুখ্যমন্ত্রীর
ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষ্যে কচুয়ার লোকনাথ মন্দিরে বাবার মাথায় জাল ঢালাকে কেন্দ্র করে উপচে পড়ছে ভিড়। মন্দির চত্ত্বরে অসংখ্য ভক্তদের আনাগোনায় তিল ধারনের জায়গা নেয়। বৃহস্পতিবার রাত থেকেই লাইন পড়ে গিয়েছিল | শুক্রবার ভোররাতে ভিড় আরও বেড়ে যায়| পুলিশ সূত্রের খবর, অত্যধিক ভিড়ের চাপে শুক্রবার ভোরে লোকনাথ মন্দির চত্বরে একটি পাঁচিল ভেঙে পড়ে আশেপাশের কয়েকটি দোকানের উপর| দেওয়াল চাপা পড়ে যান পুন্যার্থীরা|
এরপরই মৃত্যু হয়েছে ৪ জন পুন্যার্থীর| এছাড়াও কমপক্ষে ১৬ জন ভক্ত আহত হয়েছেন| লোকনাথ মন্দিরে পদপিষ্ট হয়ে পুন্যার্থীদের হতাহতের ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লোকনাথ মন্দিরে পদপিষ্ট হওয়ার ঘটনায় আহত প্রত্যেককে উদ্ধার করা হয়েছে|
পাশাপাশি নিহত ও আহতদের পরিবারপিছু আর্থিক ক্ষতিপূরণও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী| মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পদপিষ্ট হয়ে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে| এছাড়াও গুরুতর আহতদের পরিবারকে ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সাহায্য করা হবে|