খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত চট্টোপাধ্যায়,অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়, সুদিপা মুখার্জী|
পুজো আসতে বাকী আর মাত্র ৪২দিন| কারণ ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরী নেই। চার দিকে সাজো সাজো রব। ইতিমধ্যেই বেশিরভাগ পুজো প্যান্ডেল গুলো সেরে ফেলেছে খুঁটি পুজোর কাজ|তাই,আজ শুক্রবার জন্মাষ্ঠমীর শুভলগ্নে ‘গুমনামী’ ছবির কলাকুশলীদের নিয়ে বালিগঞ্জ ২১ পল্লী সার্বজনীন দূর্গাৎসব সেরে ফেললো খুঁটি পুজোর কাজ|
চারদিকে পুজো পুজো ভাব | তাই প্রতিটি প্যান্ডেলই তরিঘরি সারছে খুঁটি পুজোর কাজ| কারণ খুঁটি পুজো শেষ মানেই দূর্গা পুজোর আয়োজনে একধাপ এগিয়ে যাওয়া| তাই বালিগঞ্জ ২১ পল্লীও সারলো খুঁটি পুজোর কাজ| বালিগঞ্জ ২১ পল্লী খুঁটি পুজো সারলো সৃজিত চট্টোপাধ্যায় পরিচালিত ‘গুমনামী’ছবির হাত ধরে| এদিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত চট্টোপাধ্যায়,অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়, সুদিপা মুখার্জী| তাছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়|
বর্তমানে কলকাতার পুজোয় প্রতিমার পাশাপাশি দর্শনার্থীরা প্যান্ডেলে প্যান্ডেলে ঢু মারে থিম দেখতে | কলকাতার পুজো গুলোর মধ্যে থিমের দিক থেকে বেশ এগিয়ে বালিগঞ্জ ২১ পল্লী | এইবছরও ২১ পল্লীর থিমে আছে চমক|এইবছরে ২১ পল্লীর থিম ‘মজাটাই যেখানে থিম’| থাকছে ফুলের উপর বিভিন্ন কাজ| তাই এবার ২১ পল্লীর প্যান্ডেলে গেলেই বোঝা যাবে থিমের মজা|