এবার পরিবেশ বাঁচানোর চেষ্টায় পথে নামছে বিজেপি। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে কলকাতা ও সিঙ্গুরে দলীয় কর্মসূচি নিয়েছে
এবার পরিবেশ বাঁচানোর চেষ্টায় পথে নামছে বিজেপি। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে কলকাতা ও সিঙ্গুরে দলীয় কর্মসূচি নিয়েছে। সোমবার দলের রাজ্য দফতরে এ কথা জানান রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং কিষাণ সেলের সভাপতি রামকৃষ্ণ পাল।
বুধবার সকাল সাড়ে ন’টায় বিজেপি-র রাজ্য দফতর থেকে বিজেপি-র কর্মী-সমর্থকরা বার হবেন। তাঁরা রাস্তায় যেখানে যেখানে প্লাস্টিকজাত দ্রব্য বা ক্যারিব্যাগ পাবেন, সেগুলি সংগ্রহ করবেন। জয়প্রকাশবাবু বলেন, এগুলো পোড়ালে খারাপ প্রতিক্রিয়া হয়। তাই পুনঃপ্রক্রিয়াজাত করার ব্যবস্থা হবে। কলেজ স্ট্রিট পরিক্রমা করে এই প্লাস্টিক সংগ্রহ মিছিল ফিরে আসবে দলীয় রাজ্য দফতরে।
ওই দিন বিকেলে বিজেপি-র উদ্যোগে সিঙ্গুরে হবে বৃক্ষরোপণ কর্মসূচি। দলের তরফে এই দুই কর্মসূচিতে অবশ্য কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় উপস্থিত থাকছেন না। কারণ, তিনি ওই দিন দিল্লিতে পরিবেশ বিষয়ক অন্য অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন।