শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের অস্ত্রোপচার সফল হল

< 1 - মিনিট |

রবিবার অশোকবাবের শারীরিক অবস্থা আচমকাই খারাপ হয়ে পড়ে। হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে দ্রুত ভর্তি করা হয় শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে

কে আর সি টাইমস ডেস্ক

সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হল শিলিগুড়ির মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের। মঙ্গলবার বিকেলের পর তাঁর অস্ত্রোপচার হয়।


এদিন সকাল পৌনে সাতটায় পদাতিক এক্সপ্রেসে শিয়ালদায় পৌঁছন তিনি। সকালে প্ল্যাটফর্মেই ওই বেসরকারি হাসপাতালের তরফে তাঁর জন্য স্ট্রেচারের বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু তিনি তাতে না উঠে প্ল্যাটফর্মের সার্ভিস গাড়িতে স্টেশনের বাইরে আসেন। এরপর অ্যাম্বুলেন্সে চলে যান হাসপাতালে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়।


এদিন তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিং জেলা সিপিএম সম্পাদক জীবেশ সরকার, সিপিএম নেতা সমন পাঠক এবং মেয়রের সহধর্মিণী রত্না ভট্টাচার্য। হাসপাতাল সূত্রের খবর, দুটি স্টেন্ট বসানো হয়েছে তাঁর। স্বাভাবিকভাবে কথা বলছেন। ডাঃ শুভানন রায়ের তত্ত্বাবধানে আছেন তিনি।


উল্লেখ্য, রবিবার অশোকবাবের শারীরিক অবস্থা আচমকাই খারাপ হয়ে পড়ে। হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে দ্রুত ভর্তি করা হয় শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হয়। পরীক্ষা করে চিকিৎসকরা জানান, তাঁর হৃদয়ে ছোট্ট ব্লকেজ আছে। সেটির চিকিৎসা করানো হল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news