ট্যালেন্ট হান্টের আদপেয় ছাত্র-যুব নেতা নির্বাচন তৃণমূল সুপ্রিমোর

< 1 - মিনিট |

যাঁরা নেতা হতে উৎসাহী তাঁদের সবুজ কাগজে আবেদন করতে হবে।সেই আবেদন পত্রে নাম, বয়স, ছবি দিতে হবে । সেই সঙ্গে জানাতে হবে আবেদনকারীর কোন কোন ক্ষেত্রের প্রতি আগ্রহ রয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

ট্যালেন্ট হান্টের আদলেই ওয়ার্কশপের সিদ্ধান্ত তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী ১৪ ও ১৫ নভেম্বর কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে সেই ওয়ার্কশপ। আর সেখান থেকেই বিভিন্ন জেলা থেকে কলকাতার ছাত্র-যুব নেতা বাছাই করবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হবু ছাত্র নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘দু’টো বছর দিন । দিল্লি বদলে দেওয়ার দিকে যাব। কাশ্মীরের পাশে দাঁড়াব। বিরোধীদের সামনে দাঁড়িয়ে লড়াই করতে পারবেন এমনরা এগিয়ে আসুন’। এদিন মমতা আরও বলেন, নতুনদের নিয়ে এমন লিডারশিপ তৈরি করে দেব যে, বিজেপি কিংবা সিপিএমের দিকে কেউ আর তাকাবেই না’।

সব মিলিয়ে নতুন প্রজন্মের নেতা দরকার তৃণমূল কংগ্রেসে । এবার সেই নেতা খুঁজতেই দু’দিনের ট্যালেন্ট হান্টের আসর বসছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে । এদিন ছিল সাবেক কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস । সেই দিনটাকেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় । এদিন সেই সমাবেশ থেকেই নতুন নেতা খোঁজার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেছেন যাঁরা নেতা হতে উৎসাহী তাঁদের সবুজ কাগজে আবেদন করতে হবে । পরে অবশ্য দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তিনি এর জন্য একটি ফর্ম ছাপাতেও বলেন। সেই আবেদন পত্রে নাম, বয়স, ছবি দিতে হবে । সেই সঙ্গে জানাতে হবে আবেদনকারীর কোন কোন ক্ষেত্রের প্রতি আগ্রহ রয়েছে।

আবেদনকারীদের মধ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের যে অগ্রাধিকার দেওয়া হবে সেটাও বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বক্তৃতার মধ্যেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওই ওয়ার্কশপে হাজির করতে হবে । আনতে হবে শিক্ষকদেরও । সেখানেই তিনি দু’দিন ধরে কথা বলবেন সকলের সঙ্গে । আর তার পরেই যোগ্যদের নেতা হিসেবে বেছে নেবেন । এদিনই তিনি দু’দিনের জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বুকিং ও হাজির প্রতিনিধিদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেন মন্ত্রী অরূপ বিশ্বাসকে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news