এসএসসি-র মাধ্যমেই হবে রাজ্যে গ্রুপ-ডি প্রার্থীর নির্বাচন

< 1 - মিনিট |

রাজ্য সরকারি চাকরিতে গ্রুপ ডি পদে দেড় লক্ষের মতো ফাঁকা আসন রয়েছে। ২০২১ সালের আগে সেই পদে ধাপে ধাপে নিয়োগ করতে চায় সরকার

কে আর সি টাইমস ডেস্ক

রাজ্যে ফের চালু হতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)-এর মাধ্যমে চাকরির প্রক্রিয়া। বৃহস্পতিবার বিধানসভায় এই মর্মে বিল পেশ রাজ্য সরকারের। অন্যান্য সরকারি চাকরির পাশাপাশি ‘গ্রুপ ডি’ পদের চাকরিপ্রার্থীও এবার নির্বাচিত হবে এসএসসি’র মাধ্যমেই।


মূলত, আগে ছিল পাবলিক সার্ভিস কমিশন। তবে সেখানে ‘গ্রুপ ডি’-র জন্য লোক নেওয়ার বা পরীক্ষার কোনও নিয়ম ছিল না। ‘গ্রুপ ডি’-র জন্য বিভিন্ন সময়ে কর্মবিনিয়োগ কেন্দ্রের মাধ্যমে লোক নেওয়া হত। পরবর্তী সময়ে ২০১১ সালে তৈরি করা হয় ‘ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন’ (ডব্লুবিএসএসসি)।


এরপর ২০১৭ সালে এই কমিশনের অবলুপ্তি ঘটায় সরকার। অভিযোগ ছিল, পরিকাঠামোগত ত্রুটি থাকায় সঠিকভাবে কাজ হচ্ছিল না। এই কমিশনের মাধ্যমে গ্রুপ-ডি পদে যে চাকরি হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়া নিয়েও বিতর্ক দেখা দিয়েছিল। ফের সেই স্টাফ সিলেকশন কমিশন গঠন করতে চলেছে রাজ্য। গ্রুপ-ডি’র চাকরি দেওয়া হবে এই কমিশনের মাধ্যমে। বৃহস্পতিবার বিধানসভায় আসছে সেই বিল।


সব মিলিয়ে রাজ্য সরকারি চাকরিতে গ্রুপ ডি পদে দেড় লক্ষের মতো ফাঁকা আসন রয়েছে। ২০২১ সালের আগে সেই পদে ধাপে ধাপে নিয়োগ করতে চায় সরকার। ফলে ‘গ্রুপ ডি নিয়োগ পর্ষদ’-এর আর গুরুত্ব রইল না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news