বড়পর্দায় আসতে চলেছে বাজপেয়ীজির বায়োপিক

< 1 - মিনিট |

শুরু হয়ে গেছে চিত্রনাট্য লেখার কাজ। তবে, ছবিতে কারা অভিনয় করবেন সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি

কে আর সি টাইমস ডেস্ক

এবার বড়পর্দায় আসতে চলেছে ডিরেক্টর শিব শর্মা এবং জিশান আহমেদ-র হাত ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জীবনী। বাজপেয়ীর শৈশব থেকে ছাত্র জীবন তারপর ভারতবর্ষের অন্যতম উল্লেখযোগ্য রাজনীতিবিদে পরিণত হওয়ার কাহিনি সবটাই ফুটে উঠবে প্রযোজক জুটির হাত ধরে|

এনপি’র লেখা ‘দ্য আনটোল্ড বাজপেয়ী’ বইয়ের উপরই ভিত্তি করেই তৈরি হবে এই বায়োপিক। বাজপেয়ীর জীবনের অনেক কথাই মানুষের জানা নেই। যা এই ছবির মাধ্যমে ফুটে উঠবে|উল্লেখ্য, অটলবিহারী বাজপেয়ীই ছিলেন বিজেপির প্রথম প্রধানমন্ত্রী। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন অটল বিহারী বাজপেয়ী।

২০১৮ সালে প্রয়াত হন বাজপেয়ী। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে  চিত্রনাট্য লেখার কাজ। তবে, ছবিতে কারা অভিনয় করবেন সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। চিত্রনাট্য লেখা শেষ হওয়ার পরই সেই বিষয়ে ভাবা হবে। তারপরেই অভিনেতা ও ছবির পরিচালক চয়নের কাজ শুরু হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news