সেরা পুরুষ অ্যাথলিটের পুরস্কার জিতেছেন দক্ষিণ কোরিয়ান ফুটবল তারকা সন হিউং মিন
সেরা এশিয়ান মহিলা ক্রীড়াবিদ পুরস্কারের শিরোপা ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কমের মাথায়। মালয়েশিয়ার এশিয়ান স্পোর্টস প্রেস ইউনিয়নের তরফে এই সম্মানে ভূষিত করা হয় ভারতীয় কিংবদন্তি বক্সারকে।
ক্রীড়া সাংবাদিক সুবোধ মাল্লা বরুয়া ভারতীয় বক্সারের হয়ে এই পুরস্কার গ্রহণ করেন। এছাড়া আরও একাধিক এশীয় ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়। সেরা পুরুষ অ্যাথলিটের পুরস্কার জিতেছেন দক্ষিণ কোরিয়ান ফুটবল তারকা সন হিউং মিন ৷ উল্লেখ করা যেতে পারে ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন মেরি কম। এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও দেশকে পদক এনে দেন মণিপুরের এই মহিলা বক্সার।
১৯৭৮ সাল থেকে এশিয়ান স্পোর্টস রাইটারদের সংস্থা হিসাবে কাজ করা এআইপিএস এশিয়া এই প্রথমবার ব্যক্তিগত ও দলগত বিভাগে এশিয়ার সেরা অ্যাথলিটদের স্বীকৃতি জানানোর সিদ্ধান্ত নেয় ৷ সেই মত মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয় প্রথম পুরস্কার বিতরণী আসর ৷ এশিয়ার ৩০টি দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ দেশের ক্রীড়ামহল মনে করছে আগামীদিনেও দেশকে বহু সম্মান এনে দেবেন তিনি।