দৃষ্টিহীন বধিরদের সংস্থা ‘হ্যান্ডিক্যাপড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-র হাতে সেই অনুষ্ঠানের বেশ কিছুটা লভ্যাংশ তুলে দেবেন মীর |
আমাদের চারপাশের বসবাসকারী মানুষদের মধ্যে সবাইও সুস্থ নয় | সেখানে কেউ কানে শুনতে পাননা আবার কেউ চোখে দেখতে পাননা | মনের ভাব কিংবা ইশারাই অন্যকে কিছু বোঝানের জন্য তাদের একমাত্র অস্ত্র|তাই এবার দৃষ্টিহীন বধির মানুষদের পাশে দাড়ালেন মীর |
মীরের কর্মজীবনের ২৫ বছর উপলক্ষ্যে আগামী শনিবার মীর টোয়েন্টি ফাইভ ইয়ারস’ নামক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে | আর তাই ওইদিনই দৃষ্টিহীন বধিরদের সংস্থা ‘হ্যান্ডিক্যাপড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-র হাতে সেই অনুষ্ঠানের বেশ কিছুটা লভ্যাংশ তুলে দেবেন মীর |
এই প্রসঙ্গে, মীর বলেন, ‘আমি তাঁদের পাশে দাঁড়াতে চাই, যাঁরা মীর কে কোনও দিন বলতে শোনেননি । চোখে দেখননি | কারণ আপনার বিনোদনের কারুর সাহায্য হয়ে দাঁড়াতে পারে’।