তীব্র গরমে পুরসভার সাপ্লাই লাইনে মিলছে না জল | এই ছবিই দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতার বাঘাযতীন কলোনি এলাকায়
তীব্র গরমে পুরসভার সাপ্লাই লাইনে মিলছে না জল | এই ছবিই দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতার বাঘাযতীন কলোনি এলাকায় | পানীয় জলের জন্য এখন একমাত্র ভরসা পুরসভার জলের ট্যাঙ্ক নয়ত পাড়ার বিক্রয়্জাত জারের জল| এই জারের জলেই আবার মিলেছে জন্ডিসের জীবানু | বহুবার প্রশাসনের কাছে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের | সমস্যা এতটাই তীব্র যে কেউ কেউ বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন।
বেশ কয়েকদিন ধরে জন্ডিস মহামারির আকার নিয়েছে বা বাঘাযতীনে|এর মধ্যে জলের সমস্যা হওয়ায় কার্যতই নাকাল হচ্ছেন এলাকাবাসী | কেনা জল খাওয়া নিয়েও উভয়সংকটে পড়েছেন তাঁরা|কাউন্সিলর থেকে বরো চেয়ারম্যান, সকলের কাছেই জানিয়েছেন বাসিন্দারা কিন্তু সমস্যা সেই একই জায়গায় থেমে আছে | আপাতত কাজ চলার মত এলাকায় দুটি জলের ট্যাঙ্ক বসেছে। কিন্তু সেই জল বহুতলে টেনে নিয়ে যেতে কালঘাম ছুটছে। জল বইতে না পেরে বাধ্য হয়ে দাম দিয়ে জল কিনে খেতে হচ্ছে বাসিন্দাদের | কাউন্সিলরের আশ্বাস, কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে, সমস্যা সমাধান হতে এখনও মাসখানেক। সমস্যা মিটতে এখনও মাসখানেক সময় লাগবে। কিন্তু জলের অভাবে কতদিন এইভাবে থাকবেন মানুষ তার সদুত্তর অবশ্য মেলেনি |