ফের মিগ-২১ যুদ্ধবিমান উড়িয়ে আকাশে উইং কম্যান্ডার অভিনন্দন

< 1 - মিনিট |

২৭ ফেব্রুয়ারি পাক যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছিলেন অভিনন্দন বর্তমান। তবে পাক অধিকৃত কাশ্মীরে তাঁকে ধরা পড়তে হয় পাক সেনার হাতে। সেখানেও অসীম সাহসিকতার পরিচয় দিয়ে দীর্ঘ কূটনৈতিক দোলাচলের পর তিনি অক্ষত অবস্থায় দেশে ফেরেন

কে আর সি টাইমস ডেস্ক

মিগ-২১ ট্রেনার যুদ্ধবিমানে আকাশে উড়লেন বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। সঙ্গী ছিলেন বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া। অবসরের আগে এটিই বায়ুসেনা প্রধানের শেষ যুদ্ধবিমান চালনা। পাঠানকোট বায়ুসেনা ঘাঁটি থেকে সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে মিগ-২১ ট্রেনার যুদ্ধবিমানে চেপে আকাশে পাড়ি দিলেন তাঁরা।


প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি পাক যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছিলেন অভিনন্দন বর্তমান। তবে পাক অধিকৃত কাশ্মীরে তাঁকে ধরা পড়তে হয় পাক সেনার হাতে। সেখানেও অসীম সাহসিকতার পরিচয় দিয়ে দীর্ঘ কূটনৈতিক দোলাচলের পর তিনি অক্ষত অবস্থায় দেশে ফেরেন। স্বাধীনতা দিবসে তাঁকে বীর চক্র সম্মান প্রদান করে ভারত সরকার। দীর্ঘ চিকিত্‍‌সা ও পরীক্ষা-নীরিক্ষার পর সম্প্রতি তাঁকে ফের ওড়ার অনুমতি দেওয়া হয়।

অভিনন্দনের যুদ্ধবিমান যখন পাক অধিকৃত কাশ্মীরে নামানো হয়, তখন তিনি মিগ-২১-ই চালাচ্ছিলেন। উল্লেখ্য, এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়াও মিগ-২১-এর পাইলট। মিগ-২১ যুদ্ধবিমানে উড়ান শেষে বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া জানান, “আমাদের দু’জনের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে সাদৃশ্য রয়েছে। প্রথমত, আমাদের দু’জনকেই ফ্লাইং ক্যাটাগরি থেকে নির্গত করা হয়েছিল, যা পরে আবার ফিরে পাই। দ্বিতীয়ত, আমরা দু’জনেই পাকিস্তানের বিরুদ্ধে লড়েছি। আমি অভিনন্দনের বাবার সঙ্গেও যুদ্ধবিমান চালিয়েছি। এটা সম্মানের যে, শেষ যুদ্ধবিমান চালানোর সময় তাঁর ছেলেকে সঙ্গে পেয়েছি।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news