গণেশ চতুর্থী উপলক্ষ্যে মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে গণেশ পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল অনেক দিন আগে থেকেই। অবশেষে সোমবার সকাল থেকেই সিদ্ধিদাতার পুজোয় মাতল বাণিজ্যনগরী মুম্বই। শুধুমাত্র মুম্বই-নয়, মহারাষ্ট্রের নাগপুর, পুণে সর্বত্রই ধুমধাম করে গণপতির পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন মন্দিরে মন্দিরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পূজার্চনা চলছে। কয়েক বছর আগে পর্যন্ত ছিলেন গণপতি ছিলেন পশ্চিম এবং উত্তর ভারতের আরাধ্য দেবতা। সময় বদলেছে, পশ্চিমবঙ্গতেও ধুমধাম করে গণপতির পুজোয় মেতেছে বাঙালি। বিগত কয়েক বছরে বাংলার পাড়ায় পাড়ায় লাফিয়ে বাড়ছে গণপতির উপস্থিতি। কলকাতার পাড়ায় পাড়ায় সোমবার সকাল থেকে গণপতির আরাধনায় মেতেছে বাঙালি। একই ছবি জেলা শহরগুলিতে, যা আগে খুব একটা দেখা যেত না
গণেশ চতুর্থীর শুভলগ্নে সোমবার সকাল দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। “সকল দেশবাসীকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভকামনা। গণপতি বাপ্পা মোরিয়া!” টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকাল থেকেই সিদ্ধিদাতার পুজোয় মেতেছে গোটা দেশ। মুম্বইয়ে শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি মন্দিরে পুজো দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগপুরে নিজের বাড়িতেই পুজো দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি। স্ত্রী-কন্যার সঙ্গে নিজের বাড়িতে সিদ্ধিদাতার পুজো সারলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবীশও।
মহারাষ্ট্র ছাড়াও, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ সহ অধিকাংশ রাজ্যেই মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। সকাল থেকেই বিভিন্ন মন্দিরে মন্দিরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পূজার্চনা চলছে। কয়েক বছর আগে পর্যন্ত ছিলেন গণপতি ছিলেন পশ্চিম এবং উত্তর ভারতের আরাধ্য দেবতা। সময় বদলেছে, প্রায় সর্বত্রই ধুমধাম করে গণপতির পুজোয় মেতেছে দেশবাসী।
এর আগে এদিন মহারাষ্ট্রের রাজ্য বিজেপি সভাপতি মঙ্গল প্রভাত লোধার নেতৃত্বে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বইয়ের সমস্ত সাংসদ, রাজ্য সরকারের সমস্ত মন্ত্রীদের নিয়ে অমিত শাহকে স্বাগত জানানো হয়। বিমানবন্দর থেকে সরকারি অতিথিশালায় কিছুক্ষণ বিশ্রম নিয়ে গণেশ পুজো দিতে মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যান। গণেশ চতুর্থী উপলক্ষ্যে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে অমিত শাহ ট্যুইটারে লেখেন যে গণেশ চতুর্থী উপলক্ষ্যে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানাই। এমন সময় অমিত শাহ মহারাষ্ট্র সফরে গিয়েছেন যখন রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও এখনই নির্বাচনী প্রচার চালানোর প্রস্তুতি নিতে শুরু করেছে।