ওএনজিসি-র প্ল্যান্টে বিধ্বংসী আগুন

< 1 - মিনিট |

বিধ্বংসীর গ্রাসে মৃত্যু ৪ জন কর্মীর, গুরুতর আহত ৩ জন

কে আর সি টাইমস ডেস্ক

মহারাষ্ট্রের নবি মুম্বই টাউনশিপে অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)-এর প্ল্যান্টে বিধ্বংসী অগ্নিকাণ্ড| ওএনজিসি প্ল্যান্টে বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ৪ জন| এছাড়াও আরও ৩ জন গুরুতর জখম হয়েছেন| মঙ্গলবার সকাল সাতটা নাগাদ নবি মুম্বইয়ের উড়ান এলাকায় ওএনজিসি-র প্রসেসিং প্ল্যান্টে ভয়াবহ আগুন লাগে| উড়ান প্ল্যান্টের স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেমে আগুন ধরে যায়| দমকল কর্মীদের প্রায় দু’ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে এলেও, ৪ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি| এছাড়াও আরও ৩ জন গুরুতর জখম হয়েছেন| নিহতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news