শারোদৎসবে মানুষের সুরক্ষায় এগিয়ে এল সিইএসসি

< 1 - মিনিট |

কিভাবে পুজোমন্ডপে বিদ্যুৎ সংযোগ করতে হবে, সেফটি পুজো উপহার কিভাবে দেওয়া যায় এনিয়ে এদিন অডিও ভিস্যুয়াল প্রেজেন্টেশন করা হয়। ইলেকট্রিশিয়ানদের নিয়মকানুন সম্পর্কে পাঠ দেওয়া হয়। ভিডিও এর মাধ্যমে দেখানো হয় সুরক্ষা সম্পর্কিত নানা বিষয়

কে আর সি টাইমস ডেস্ক

আসন্ন শারদোৎসব যাতে সকলে সুন্দর এবং সুরক্ষিতভাবে উপভোগ করতে পারেন তার জন্য এগিয়ে এল সিইএসসি। মঙ্গলবার সকালে হাওড়ায় ইলেকট্রিশিয়ান বন্ধুদের নিয়ে সিইএসসির তরফ থেকে এক কর্মশালার আয়োজন করা হয়। হাওড়ার শরৎ সদনে ওই কর্মশালায় এদিন উপস্থিত ছিলেন সিইএসসির ভাইস প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম অভিজিৎ ঘোষ, জেনারেল ম্যানেজার কাস্টমার রিলেশনস অরিজিৎ বসু, জেনারেল ম্যানেজার এলটি ডিস্ট্রিবিউশন কনক কুমার দত্ত, হাওড়া সিটি পুলিশের এসিপি ট্রাফিক অশোকনাথ চট্টোপাধ্যায়, হাওড়া থানার ওসি অর্জুন সোম, হাওড়া ফায়ার স্টেশনের ওসি শ্যাম মন্ডল সহ অন্যান্যরা। কিভাবে পুজোমন্ডপে বিদ্যুৎ সংযোগ করতে হবে, সেফটি পুজো উপহার কিভাবে দেওয়া যায় এনিয়ে এদিন অডিও ভিস্যুয়াল প্রেজেন্টেশন করা হয়। ইলেকট্রিশিয়ানদের নিয়মকানুন সম্পর্কে পাঠ দেওয়া হয়। ভিডিও এর মাধ্যমে দেখানো হয় সুরক্ষা সম্পর্কিত নানা বিষয়।

পুজোমন্ডপে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে কি কি নিয়ম মেনে চলতে হবে, নিজেদের কি কি সাবধানতা মানতে হবে, কি কি জিনিস ব্যবহার করতে হবে, দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, কেমন মিটার ব্যবহার করতে হবে এ ধরণের নানা বিষয় নিয়ে কর্মশালায় আলোকপাত করা হয়। হাওড়ায় সিইএসসি এলাকায় নথিভুক্ত যে সব ইলেকট্রিশিয়ানরা রয়েছেন যাঁরা প্রতিনিয়ত সারা বছর বাড়িতে বা পুজোর সময় ক্লাবের পুজোমন্ডপে বিদ্যুতের যাবতীয় কাজ করে থাকেন এদের সকলকে নিয়ে পুজোর মাসখানেক আগে এদিন ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। হাজির ছিলেন হাওড়ার অনেক বারোয়ারি ও ক্লাব সংগঠনের সদস্যরাও। এদিনের কর্মশালায় সিইএসসির হেল্প লাইন ঘোষণা করা হয়। এই হেল্প লাইনগুলি হল – ৯৮৩১০৭৯৬৬৬, ৯৮৩১০৮৩৭০০।

এছাড়াও এদিন সিইএসসির মোবাইল অ্যাপস, দূষণ নিয়ন্ত্রণে “সেভ দ্য আর্থ” সহ একাধিক কর্মসূচির ঘোষণা করা হয়। সেফটি পুজো উপহার দিতে খোলা হয় সিইএসসির সেফটি সেল। এদিন উপস্থিত বিদ্যুৎ কর্মীদের জন্য কর্মশালার শেষে ক্যুইজের আয়োজন করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news