কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন বলেন, “বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ নিয়ে হু-এসইএআরও’র এই অধিবেশন
রাজধানী দিল্লির হায়াত হোটেলে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের (এসইএআরও) ৭২তম অধিবেশনে সাইকেল চালিয়ে উপস্থিত হলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন। অধিবেশনের যোগা সেশনেও যোগ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
নয়াদিল্লিতে নিজের বাসভবন টিস জানুয়ারি মার্গ থেকে সাইকেল চালিয়ে ভিকাজি কামা প্লেসের হায়াত হোটেলে হু-এসইএআরও’র অনুষ্ঠানে আসেন ডা. হর্ষ বর্ধন। এদিনের অধিবেশনে বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। হু-এসইএআরও’র অধিবেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন বলেন, “বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ নিয়ে হু-এসইএআরও’র এই অধিবেশন। সুস্বাস্থ্যের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুরু করা যোগা, সাইক্লিং, ক্রীড়া ইত্যাদি কর্মসূচিগুলিও ছিল এদিনের অধিবেশনে।