আগামী বিজয় দিবসে মোদিকে আমন্ত্রণ জানালেন ভ্লাদিমির পুতিন

< 1 - মিনিট |

১৯৪৫ সালের ৮ মে সন্ধ্যায় নাৎসি জার্মানির আত্মসমর্পণের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ১৫ টি প্রজাতন্ত্রে মস্কোর সময় অনুসারে রাত বারোটার পর অর্থাৎ ৯ মে এই বিজয় দিবস প্রথম উদযাপন করা হয়েছিল

কে আর সি টাইমস ডেস্ক

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২০২০ সালের মে মাসে নির্ধারিত বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। অন্যদিকে, ভারতের বিদেশ সচিব বিজয় গোখেল জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী আগামী মে মাসে মস্কোয় রাশিয়ান ফেডারেশন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৭৫ বছর উদযাপনে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি পুতিনের আমন্ত্রণ গ্রহণ করেছেন।


১৯৪৫ সালে নাৎসি জার্মানির আত্মসমর্পণের স্মরণে প্রতি বছর মে মাসে এই বিজয় দিবস উদযাপিত হয় রাশিয়ায়। ১৯৪৫ সালের ৮ মে সন্ধ্যায় নাৎসি জার্মানির আত্মসমর্পণের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ১৫ টি প্রজাতন্ত্রে মস্কোর সময় অনুসারে রাত বারোটার পর অর্থাৎ ৯ মে এই বিজয় দিবস প্রথম উদযাপন করা হয়েছিল। আগামী ২০২০ সালের মে মাসে বিজয় দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়ে পুতিন জানিয়েছেন, “প্রিয় প্রধানমন্ত্রী, আমরা অবশ্যই আপনার পরবর্তী সফরের অপেক্ষায় রয়েছি। ব্রিকস সম্মেলনে ব্রাজিলে দেখা হবে আমাদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৭৫ বছর উদযাপনে আমরা আগামী মে মাসে আপনাকেও দেখতে পাব বলে আশা করি।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news