মাছটির ওজন প্রায় ৪ কুইন্টাল বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া “মহালয়া” নামের একটি ট্রলারে এই মাছটি আটকা পড়ে
দীঘার সমুদ্র সৈকতে মৎস্যজীবীদের জালে আটকে গেল এক বিশালাকায় আকৃতির হাঙর। এই খবর ছড়িয়ে পড়তেই হাঙর দেখতে ভিড় জমে যায় দীঘা মোহনার পাইকারী মাছের বাজারে।
উদ্ধার হওয়া মাছটির ওজন প্রায় ৪ কুইন্টাল বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। সূত্রের খবর, গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া “মহালয়া” নামের একটি ট্রলারে এই মাছটি আটকা পড়ে।এরপর মাছটিকে টেনে পাড়ে নিয়ে আসতে বেশ বেগ পেতে হয় মৎস্যজীবীদের। তবে তারা হাল ছাড়েননি। মাছটিকে তুলে আনে দীঘা মোহনার মাছের পাইকারী বাজারে।পরে নিলামে মাছটি প্রায় দেড় লক্ষাধিক টাকায় কিনে নেয় এক মৎস ব্যবসায়ী। জানা যায়, এই মাছের তেল গুরুত্বপূর্ণ ওষুধ তৈরিতে কাজে লাগে।