প্রথম হাপে এক গোলে এগিয়ে থেকেও দ্বিতীয় হাপে ২ গোল খেয়ে ম্যাচ হাতছাড়া করে ভারত। ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্ৰী প্রথম গোল করেন
ফিফা বিশ্বকাপ এবং এশিয়া কাপের গুরুত্বপূৰ্ণ কোয়ালিফাইং ম্যাচে ২-১ গোলে বিজয়ী হয়েছে ওমান। খেলার ২৪ মিনিটের মাথায় ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্ৰী প্রথম গোল করেন। এই গোল পর্যাপ্ত হয়নি। খেলার ৮২ এবং ৯০ মিনিটের মাথায় পর পর দুটি গোল করেন ওমানের স্ট্রাইকার রাবিয়া আলাওই আল মানধার। এর মাধ্যমে ফিফা বিশ্বকাপ কোয়ালিফাইঙের প্রথম ম্যাচ থেকে দূরে সরে গেছে ভারত।
গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম (সরুসজাই)-এ অনুষ্ঠিত খেলার প্ৰথমাৰ্ধে ভারত ওমান থেকে ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়াৰ্ধের পর মারমুখি হয়ে ওঠে ওমান। খেলার ২৪ মিনিটে আয়োজক দলের অধিনায়ক সুনীল ছেত্ৰী ভারতের হয়ে একমাত্ৰ গোল দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয়াৰ্ধে দুটি গোল করে ম্যাচটি ভারতের হাত থেকে কেড়ে নেয় অতিথি দল। প্রসঙ্গত ছেত্রীর ক্যারিয়ারে এই গোল ছিল ৭২-তম।
এদিকে আজ সন্ধ্যারাত ঠিক ৭.৩০ মিনিটে খেলা শুরু হয়। এর আগে উভয় দলের সঙ্গে করমর্দন করে পরিচিত হয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।