দলাই লামার ৬০তম বর্ষপূর্তি পালিত হবে কলকাতায়

< 1 - মিনিট |

১৯৬০ সাল নাগাদ ভারতে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। ১৯৮৯ সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন

কে আর সি টাইমস ডেস্ক

তিব্বতি ধর্মগুরু দলাই লামার ভারতে প্রবেশের ৬০তম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান হতে চলেছে কলকাতায়। রাজ্যের সেন্ট্রাল টিবেটান অ্যাসোসিয়েশন (সিটিএ)-এর উদ্যোগে এই অনুষ্ঠান হতে চলেছে চলতি বছরের ১০ ডিসেম্বর। রাজ্যের একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।


তিব্বতি ধর্মগুরু দলাই লামা পৃথিবীর বৌদ্ধদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাঁর আসল নাম তেনজিং গাইসো। তিনি বর্তমানে ১৪তম দলাই লামা। ১৯৫৯ সালে চীনা আক্রমণের পর তিনি তিব্বত ছেড়ে চলে যান। ১৯৬০ সাল নাগাদ ভারতে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। ১৯৮৯ সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। একদিকে যেমন ভারতে আসার ৬০তম বর্ষপূর্তি অন্যদিকে, একইসঙ্গে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির ত্রিশ বছর পূর্ণ হচ্ছে। তাই সাড়ম্বরেই পালিত হতে চলেছে অনুষ্ঠান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news