উবাজারে আতঙ্ক এখনও কাটেনি| প্রতিদিনই কোনও না কোনও বাড়ি ভেঙে পড়ছে|বিভিন্ন হোটেলে রয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা
বউবাজারে ফের ভেঙে পড়ল বহুতল| সোমবার সকালে বউবাজারের ১৩ নম্বর সেকরাপাড়া লেনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি তিন-তলা বহুতল| নতুন করে ফের বাড়ি ভেঙে পড়ায় বউবাজারের ওই এলাকায় আতঙ্ক বিরাজমান| ওই বাড়িটি আগে থেকেই খালি ছিল, তা হতাহতের কোনও খবর নেই| এক সপ্তাহেরও বেশি সময় অতিক্রান্ত, বউবাজারে আতঙ্ক এখনও কাটেনি| প্রতিদিনই কোনও না কোনও বাড়ি ভেঙে পড়ছে|বিভিন্ন হোটেলে রয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা| এই পরিস্থিতিতেই সোমবার সকাল ৯.৫৫ মিনিট নাগাদ সেকরাপাড়া লেনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি তিন-তলা বাড়ি|
অন্যদিকে, ঘোষণা করা হয়েছিল আগেই, সেই মতো সোমবার সকাল থেকেই বউবাজারের ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙার কাজ শুরু করে দিল মেট্রো কর্তৃপক্ষ| দুর্গাপিটুরি লেনে ইতিমধ্যেই পাঁচটি বাড়ি চিহ্নিত করা হয়েছে| ওই পাঁচটি বাড়িই ভেঙে ফেলা হবে| বাড়ির ভাঙার সময় ঘটনাস্থলে ছিলেন মেট্রোর আধিকারিকরা| এছাড়াও পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা ছিলেন| অন্যান্য বাড়ি গুলি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে