শহরতলিতে সাজো সাজো রব
আর মাত্র হাতে গুনে ২৪ দিন | তারপরেই সারা বছরের প্রতিক্ষা শেষ|মা দুর্গা স্বপরিবারে আসবেন মর্ত্য লোকে | আর পুজো মানেই নতুন জামা | আর তাই ইতিমধ্যেই পুজোর উপচে পরা ভীড় জমেছে ধর্মতলা চত্বরে |
আর মাত্র কয়েকটা দিন তারপরেই দুর্গা পুজো | ইতিমধ্যেই শহরতলিতে সাজো সাজো রব| বাঁধা হচ্ছে প্যান্ডেল | কুমোরটুলিতে জোর কদমে চলছে প্রতিমা গড়ার কাজ | কেনাকাটা ছাড়া পুজো অসম্পূর্ণ | আমবাঙালি তাই বেশ ভালোই ভীড় জমেছে ধর্মতলা চত্বরে | জামাকাপড়ের দোকান থেকে জুতোর দোকান,ব্যাগের দোকানে, প্রসাধনীর দোকানেও উপচে পড়া ভীড় | পুজোর ভীড়ে আনন্দিত দোকানিরা |
এই প্রসঙ্গে নিউমার্কেট এরিয়ার এক বিক্রেতা সৈয়দ আলীকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘অনান্যবার আরও আগে থেকে ভীড় শুরু হয় |এই বছর দেরিতে ভীড় জমলেও দুদিন ধরে বেশ ভালই ভীড় হচ্ছে | এবার মনে হচ্ছে পুজো সত্যিই এসে গেছে| অন্যদিকে, নিউমার্কেট এরিয়ার আরেক বিক্রেতা শঙ্কর দাসের কথায়, ‘পুজোর সময়টাই আমদের আসল লাভের সময় | এবারে দেরি করে পুজোর ভীড়টা হল | প্রথমে ভেবেছিলাম হয়তো এইবছর মার্কেট ডাউন থাকবে| তবে, দুদিন ধরে যা ভীড় হচ্ছে তাতে মনে হচ্ছে এবারের পুজোর বিক্রি বাট্টা ভালোই হবে|’