বিশ্ব আত্মহত্যা বিরোধী দিবসে বার্তা স্বস্তিকার

< 1 - মিনিট |

‘সবার জীবনে অনেক চড়াই-উতরাই থাকে। আমার জীবনেও রয়েছে। কিন্তু ‘কখনও পিছিয়ে পড়িনি, হেরে যাইনি’

কে আর সি টাইমস ডেস্ক

বর্তমান সমাজের যুবক যুবতীরা পান থেকে চুন খসলেই তারা আত্মহত্যা করার চেষ্টা করে| এই আত্মহত্যা অনেক সময়ে অনেকে মানসিক দুর্বলতা থেকে করে | আবার অনেকে পরিস্থিতি সামাল দিতে না পেরে হাল ছেড়ে দেয় | কিন্তু কোনও পরিস্থিতিতেই হাল ছাড়া উচিত নয় | তাই ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা বিরোধী দিবস সিসবে পালন করা হয় | এই বিশ্ব আত্মহত্যা বিরোধী দিবসে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে  বার্তা দিলেন   অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় |

পোস্ট করা ছবিতে দেখা গেছে  অভিনেত্রী স্বস্তিকার হাতে রয়েছে একাধিক কাটা দাগ।  ছবির পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘সবার জীবনে অনেক চড়াই-উতরাই থাকে। আমার জীবনেও রয়েছে। কিন্তু ‘কখনও পিছিয়ে পড়িনি , হেরে যাইনি । প্রতিটি ক্ষতর নিজস্ব গল্প রয়েছে। তার মধ্যে অবসাদ, ভয়, অনুভূতি, আত্মহত্যার প্রবণতা- সবই বর্তমান। এসব দেখে কেউ যেন পাগল, সাইকো, অসুস্থ- এসব না বলে। কারণ এগুলো লড়াকুদের চিহ্ন।  বেঁচে থাকার গল্প। তাই এই দাগ লুকনোর জন্য নয়।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news